Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পুলিশের খাকি উর্দিতে সৌরভের ‘‌দাদাগিরি’‌! ‘খাকী ২’ সিনেমায় অভিনয় করছেন ‘পুলিশ অফিসার’ মহারাজ!

‘‌দাদা’‌র পরিচালক অয়ন সেনগুপ্ত? টলিউডে অডিশনে সৌরভ গঙ্গোপাধ্যায়। বারুইপুরের বিনোদিনী স্টুডিয়ো। তুমুল ব্যস্ততা। মহারাজের জন্য উদ্‌গ্রীব অপেক্ষা। ১২টা নাগাদ স্টুডিয়োয় ঢোকার কথা। ঘড়িতে ঠিক সাড়ে ১১টায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিলাসবহুল গাড়ির প্রবেশ স্টুডিয়ো চত্বরে। সটান হাঁটা শীতাতপ নিয়ন্ত্রিত মেকআপ ভ্যানের দিকে। মুখে মৃদু হাসি। সকলের দিকে সহাস্য মুখে ডান হাতের আস্ফালন। বাংলার ‘মহারাজ’ ধীর পায়ে ভ্যানের অন্দরে। অয়ন সেনগুপ্ত পরিচালিত ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’ মেকআপ ভ্যান থেকে নামলেন। বিমূঢ় প্রত্যেকেই। নির্মেদ শরীরে খাকি উর্দি। চোখ ঢাকা অ্যাভিয়েটর রোদচশমায়। হালকা টিন্ট গ্লাস তাতে। সযত্নে ছাঁটা দাঁড়ি-গোঁফ যেন আরও ব্যক্তিত্ব বাড়িয়েছে। পুলিশি টুপি মাথায় চাপাতেই নিখুঁত পুলিশ অফিসার! ইনিই কি বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলী।

নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকী ২’ মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে। প্রথম পর্বে নীরজ বিহারের অপরাধ জগতের সঙ্গে প্রশাসনিক দিক তুলে ধরেছিলেন। দ্বিতীয় পর্বে বাংলার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশ প্রশাসনের ইতিবৃত্ত। ২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। সিরিজের প্রচার ছবিতে সৌরভ ‘পুলিশ অফিসার’! হাওড়ার ছেলে নীরজ বাংলার গল্পে নিজের নতুন কাজে সঙ্গে নিয়েছেন বাংলার ‘মহারাজ’কেও। ১৫ মার্চ প্রচারিত হবে বিজ্ঞাপনী ছবিটি।

বিজ্ঞাপনী ছবির গল্পে ‘খাকী ২’-এ এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ে ইচ্ছুক ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। অভিনয়ের পরীক্ষা দিতে পুলিশি পোশাকে সটান পরিচালকের সামনে উপস্থিত। পরিচালক তাঁকে মনোনীত করবেন কিনা তা নিশ্চিত নন? নীরজ পাণ্ডের সিরিজ ‘খাকী ২’-তে ‘পুলিশ অফিসার’ সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। নীরজ পাণ্ডের সিরিজ ‘খাকী ২’-তে ‘পুলিশ অফিসার’ সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত।

সেটের ভিতরে নকল থানা। ছবির মধ্যে ছবির এই বিশেষ দৃশ্যের শুটিং। বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সেটে ‘দাদা’ আসতেই তটস্থ বাকিরা। শট দেওয়ার আগের মুহূর্তে দ্বিতীয় চমক। টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত শুটিংয়ে উপস্থিত। পরিচালকেরা সাধারণত যে পোশাক পরে ক্যামেরায় চোখ রাখেন তেমনই সাজ তাঁর গায়ে! অভিনেতা নির্বাচক অনিমেষ বাপুলি। টলিপাড়া তাঁর থেকে মুখ ফিরিয়েছে। অয়ন তাই সংসার চালাতে ফুটপাথে খাবার বিক্রি করেন। অনিমেষ তাঁকে পরিচালকের কুর্সি ফিরিয়ে দিতে পারবেন না। পরিচালকের ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিতে পারেন। বিনোদন দুনিয়ায় আবারও অয়নকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। সৌরভের সঙ্গে ফ্রেমে দেবাশিস রায়ও। দেবাশিস সিরিজে এক সমাজবিরোধীর ভূমিকায় অভিনয় করেছেন। বিজ্ঞাপনী ছবিতে প্রোডাকশন বয়। ছবির ভিতর ছবিতে সৌরভকে স্পটবয় হিসেবে চা-খাবার সরবরাহ করবেন। শুটিং অঞ্চল জুড়ে আসল আর নকল পুলিশ ছড়িয়ে ছিটিয়ে। কড়া প্রহরা সেট জুড়ে। বলিউডের এক পরিচালকের তত্ত্বাবধানে শুটিং করেন সৌরভ।

দুপুরের খাওয়াদাওয়া। শুটিংয়ে সাময়িক বিরতি। পোস্তর বড়া, ব্রক্কোলি-সহ সব্জি সেদ্ধ, কর্ন স্যুপ। রাত পর্যন্ত শুটিং। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে আলোচনার মাঝেই সৌরভই অভিনয় করেছেন ওটিটি সিরিজের প্রচার ভিডিওতে। নেটফ্লিক্সের সিরিজের নাম ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ। প্রথমবার একসঙ্গে পর্দায় পশ্চিমবঙ্গের দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র মদনানী জিৎ। রাজনীতিবিদের ভূমিকায় আছেন প্রসেনজিৎ। ডাকসাইটে পুলিশ অফিসারের চরিত্রে জিৎ ও পরমব্রত। আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস, মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীও। একেবারে খাকি পোশাকে, টানটান চেহারার সৌরভকে দেখে চমকে উঠতে হয়। পুলিশ হিসাবে ‘দাদা’কে মানিয়েছিলও বেশ। তাহলে ‘খাকি ২’-তে অভিনয় করে, কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন ‘মহারাজ’? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কাজ করে অয়ন সেনগুপ্ত জানিয়েছেন, পর্দায় উপস্থিতি, ব্যক্তিত্ব, স্বতঃস্ফূর্ত আচরণ, সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যে কোনও ভূমিকাতেই অনায়াস। অস্বীকার করার উপায় নেই।

‘খাকি ২’ এর টিজারে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরো। খুনখারাবি-রক্তপাতের সাথে নানা ধরনের অস্ত্র তৈরি দৃশ্যও। সিরিজে কলকাতার রাজনীতি, গ্যাংস্টারদের দাপট তুলে ধরা হয়েছে। নীরজ পাণ্ডে নিবেদিত ওয়েব সিরিজটি পরিচালনায় দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টলিপাড়ার দুই প্রথম সারির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ-‌এর পাশাপাশি ‘খাকি ২’তে হাজির ভারতীয় ক্রিকেটের নক্ষত্র ও প্রাক্তন বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়-ও!

বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সৌরভ একা নন, এই ধারাবাহিকে তাঁর পাশাপাশি অভিনয় করেছেন ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত। টেলিপাড়ার সেই জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, বর্তমানে কাজ না পেয়ে রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন, তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে আর অডিশন দিতে এসেছেন সৌরভ। এবার অভিনেতা সৌরভকে প্রথমবার দেখবেন দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles