Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শততম মিশন ইসরোর!‌ মার্চে ফিরছেন সুনীতাও?‌ ইতিহাস সৃষ্টি করতে তৎপর দেশের স্পেস সেন্টার! দিগন্ত সৃষ্টিকারী নাসাও

ইসরোর গুরুত্বপূর্ণ মিশন। পরিকল্পনানুযায়ী ২০২৫ সালে উৎক্ষেপন। ইতিহাসে ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সংস্থার নতুন চেয়ারম্যান দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী ভি নারায়ণন। ১৪ জানুয়ারি ২০২৫ থেকে দায়িত্বে ইসরোর চেয়ারম্যান নারায়ণনের ইসরোতেই প্রথম মিশন। দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিএসএলভি এফ-১৫ কক্ষপথে স্থাপন করবে এনভিএস-০২-কে। ৪৬ বছর আগে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল প্রথম উপগ্রহ। ইসরো প্রথম উৎক্ষেপণ করেছিল ১৯৭৯ সালের ১০ অগস্ট। স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩-তে এসএলভি-৩ ই১০ চাপিয়ে পরীক্ষামূলকভাবে রোহিণী টেকনোলজি পে-লোডের উৎক্ষেপণ হয়েছিল। ভারতীয় মহাকাশ সংস্থার প্রধান অধিকর্তা ছিলেন এপিজে আবদুল কালাম। ইসরোর মিশন শততম। মাইলফলক। উত্তেজিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। উচ্ছ্বাস মহাকাশপ্রেমীদের

লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদাধিকারী বিজ্ঞানী রকেট ও মহাকাশযান পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নারায়ণনের ১৯৮৪ সালে ইসরোতে যোগ। মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন ক্রায়োটিক ইঞ্জিন। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্রায়োটিভ ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ নারায়ণন ইসরোর গগনযান প্রজেক্টের সঙ্গেও যুক্ত। ২০২৫ সালে ইসরোর গগনযানের মতো গগনচুম্বী প্রকল্পের দায়িত্ব ভি নারায়ণনের কাঁধেই। শ্রীহরিকোটা থেকে ইসরোর শততম উৎক্ষেপণ। ঐতিহাসিক উৎক্ষেপণের পরে ইসরোর ‘লিফট-অফ! এনভিএস ০২-কে নিয়ে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ জিএসএলভি-১৫।’ ‌পরবর্তীতে নির্দিষ্ট কক্ষপথে সেই স্যাটেলাইট প্রতিস্থাপিত সফলভাবেই। ১৯৮০ সালের ১৮ জুলাই উৎক্ষেপণ সফল হয়েছিল রোহিণী স্যাটেলাইট-১। এনভিএস-২ স্যাটেলাইট গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ একটি, ‘‌নেভিনেগশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন’ সিরিজের দ্বিতীয় স্যাটেলাইট হল এনভিএস-২। ওই স্যাটেলাইটের মাধ্যমে ভারত থেকে নিখুঁত অবস্থান, গতিবেগ স্পষ্ট। অপরটি, এনভিএস-০১ উৎক্ষেপণ করেছিল ২০২৩ সালের ২৯ মে। ইসরোর পরিকল্পনা বাস্তবায়নের নমুনা-‌

১) SLV-3 E1/রোহিণী টেকনোলজি পে-লোড: ১৯৭৯ সালের ১০ অগস্ট।
২) SLV-3 E2/ RS-1: ১৯৮০ সালের ১৮ জুলাই।
৩) SLV-3 D1/RS-D1: May 31, 1981 ১৯৮১ সালে ৩১ মে।
৪) SLV-3 D2/RS-D2: ১৯৮৩ সালের ১৭ এপ্রিল।
৫) ASLV-D1/SROSS-1: ১৯৮৭ সালের ২৪ মার্চ।
৬) ASLV-D2/SROSS-2: ১৯৮৮ সালের ১৩ জুলাই।
৭) ASLV-D3/SROSS C: ১৯৯২ সালের ২০ মে।
৮) PSLV-D1/IRS 1E: ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর।
৯) ASLV-D4/SROSS C2: ১৯৯৪ সালের ৫ মে।
১০) PSLV-D2/IRS P2: ১৯৯৪ সালের ১৫ অক্টোবর।
১১) PSLV-D3 /IRS-P3: ১৯৯৬ সালের ২১ মার্চ।
১২) PSLV-C1/IRS-1D: ১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর।
১৩) PSLV-C2/ IRS-P4: ১৯৯৯ সালের ২৬ মে।
১৪) GSLV-D1/ GSAT-1: ২০০১ সালের ১৮ এপ্রিল।
১৫) PSLV-C3/ TES: ২০০১ সালের ২২ অক্টোবর।
১৬) PSLV-C4/ KALPANA-1: ২০০২ সালের ১২ সেপ্টেম্বর।
১৭) GSLV-D2/ GSAT-2: ২০০৩ সালের ৮ মে।
১৮) PSLV-C5/ RESOURCESAT-1: ২০০৩ সালের ১৭ অক্টোবর।
১৯) GSLV-F01/ EDUSAT(GSAT-3): ২০০৪ সালের ২০ সেপ্টেম্বর।
২০) PSLV-C6/ CARTOSAT-1 এবং HAMSAT: ২০০৫ সালের ৫ মে।
২১) GSLV-F02/ INSAT-4C: ২০০৬ সালের ১০ জুলাই।
২২) PSLV-C7/ CARTOSAT-2 series & SRE-1: ২০০৭ সালের ১০ জানুয়ারি।
২৩) PSLV-C8/ AGILE: ২০০৭ সালের ২৩ এপ্রিল।
২৪) GSLV-F04/ INSAT-4CR: ২০০৭ সালের ২ সেপ্টেম্বর।
২৫) PSLV-C10/ TECSAR: ২০০৮ সালের ২১ জানুয়ারি।
২৬) PSLV-C9/ CARTOSAT-2 series: ২০০৮ সালের ২৮ এপ্রিল।
২৭) PSLV-C11/ চন্দ্রযান ১: ২০০৮ সালের ২২ অক্টোবর।
২৮) PSLV-C12/ RISAT-2: ২০০৯ সালের ২০ এপ্রিল।
২৯) PSLV-C14/ OCEANSAT-2: ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর।
৩০) GSLV-D3/ GSAT-4: ২০১০ সালের ১৫ এপ্রিল।
৩১) PSLV-C15/ CARTOSAT-2 series: ২০১০ সালের ১২ জুলাই।
৩২) GSLV-F06/ GSAT-5P: ২০১০ সালের ২৫ ডিসেম্বর।
৩৩) PSLV-C16/ RESOURCESAT-2: ২০১১ সালের ২০ এপ্রিল।
৩৪) PSLV-C17/ GSAT-12: ২০১১ সালের ১৫ জুলাই।
৩৫) PSLV-C18/ Megha-Tropiques: ২০১১ সালের ১২ অক্টোবর।
৩৬) PSLV-C19/ RISAT-1: ২০১২ সালের ২৬ এপ্রিল।
৩৭) PSLV-C21/ SPOT-6: ২০১২ সালের ৯ সেপ্টেম্বর।
৩৮) PSLV-C20/ SARAL: ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি।
৩৯) PSLV-C22/ IRNSS-1A: ২০১৩ সালের ১ জুলাই।
৪০) PSLV-C25/ Mars Orbiter Mission (মঙ্গলযান): ২০১৩ সালের ৫ নভেম্বর।
৪১) GSLV-D5/ GSAT-14: ২০১৪ সালের ৫ জানুয়ারি।
৪২) PSLV-C24/ IRNSS-1B: ২০১৪ সালের ৪ এপ্রিল।
৪৩) PSLV-C23/ SPOT-7: ২০১৪ সালের ৩০ জুন।
৪৪) PSLV-C26/ IRNSS-1C: ২০১৪ সালের ১৬ অক্টোবর।
৪৫) LVM-3/ CARE: ২০১৪ সালের ১৮ ডিসেম্বর।
৪৬) PSLV-C27/ IRNSS-1D: ২০১৫ সালের ২৮ মার্চ।
৪৭) PSLV-C28/ DMC3: ২০১৫ সালের ১০ জুলাই।
৪৮) GSLV-D6/ GSAT-6: ২০১৫ সালের ২৭ অগস্ট।
৪৯) PSLV-C30/ AstroSat: ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর।
৫০) PSLV-C29/ TeLEOS-1: ২০১৫ সালের ১৫ ডিসেম্বর।
৫১) PSLV-C31/ IRNSS-1E: ২০১৬ সালের ২০ জানুয়ারি।
৫২) PSLV-C32/ IRNSS-1F: ২০১৬ সালের ১০ মার্চ।
৫৩) PSLV-C33/ IRNSS-1G: ২০১৬ সালের ২৮ এপ্রিল।
৫৪) RLV-TD HEX: ২০১৬ সালের ২৩ মে
৫৫) PSLV-C34/ CARTOSAT-2 sries: ২০১৬ সালের ২২ জুন।
৫৬) GSLV-F05/ INSAT-3DR: ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর
৫৭) PSLV-C35/ SCATSAT-1: ২০১৬ সালর ২৬ সেপ্টেম্ব।
৫৮) PSLV-C36/ RESOURCESAT-2A: ২০১৬ সালের ৭ ডিসেম্বর।
৫৯) PSLV-C37/ Cartosat-2 series: ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি।
৬০) GSLV-F09 / GSAT-9: ২০১৭ সালের ৫ মে।
৬১) GSLV Mk III-D1/ GSAT-19: ২০১৭ সালের ৫ জুন।
৬২) PSLV-C38 / Cartosat-2 series: ২০১৭ সালের ২৩ জুন।
৬৩) PSLV-C39/ IRNSS-1H: ২০১৭ সালের ৩১ অগস্ট।
৬৪) PSLV-C40/ Cartosat-2 series: ২০১৮ সালের ১২ জানুয়ারি।
৬৫) GSLV-F08/ GSAT-6A: ২০১৮ সালের ২৯ মার্চ।
৬৬) PSLV-C41/ IRNSS-1I: ২০১৮ সালের ১২ এপ্রিল।
৬৭) PAT: Crew Escape System: ২০১৮ সালের ৫ এপ্রিল।
৬৮) PSLV-C42/ NOVASAR: ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর।
৬৯) GSLV Mk III-D2/ GSAT-29: ২০১৮ সালের ১৪ নভেম্বর।
৭০) PSLV-C43/ HysIS: ২০১৮ সালের ২৯ নভেম্বর।
৭১) GSLV-F11/ GSAT-7A: ২০১৮ সালের ১৯ ডিসেম্বর।
৭২) PSLV-C44/ Microsat: ২০১৯ সালের ২৪ জানুয়ারি।
৭৩) PSLV-C45/ EMISAT: ২০১৯ সালের ১ এপ্রিল।
৭৪) PSLV-C46/ RISAT-2B: ২০১৯ সালের ২২ মে।
৭৫) GSLV-Mk III – M1/চন্দ্রযান ২: ২০১৯ সালের ২২ জুলাই।
৭৬) PSLV-C47/ Cartosat-3: ২০১৯ সালের ২৭ নভেম্বর।
৭৭) PSLV-C48/ RISAT-2BR1: ২০১৯ সালের ১১ ডিসেম্বর।
৭৮) PSLV-C49/ EOS-01: ২০২০ সালের ৭ নভেম্বর।
৭৯) PSLV-C50/ CMS-01: ২০২০ সালের ১৭ ডিসেম্বর।
৮০) PSLV-C51/ Amazonia-1: ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি।
৮১) GSLV-F10/ EOS-03: ২০২১ সালের ১২ অগস্ট।
৮২) PSLV-C52/ EOS-04: ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি।
৮৩) PSLV-C53/ DS-EO: ২০২২ সালের ৩০ জুন।
৮৪) SSLV-D1/ EOS-02: ২০২২ সালের ৭ অগস্ট।
৮৫) LVM3 M2/ OneWeb India-1: ২০২২ সালের ২৩ অক্টোবর।
৮৬) PSLV-C54/ EOS-06: ২০২২ সালের ২৬ নভেম্বর।
৮৭) SSLV-D2/ EOS-07: ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।
৮৮) LVM3 M3/ OneWeb India-2: ২০২৩ সালের ২৬ মার্চ।
৮৯) PSLV-C55/ TeLEOS-2: ২০২৩ সালের ২২ এপ্রিল।
৯০) GSLV-F12/ NVS-01: ২০২৩ সালের ২৯ মে।
৯১) LVM3 M4/চন্দ্রযান ৩: ২০২৩ সালের ১৪ জুলাই।
৯২) PSLV-C56/ DS-SAR: ২০২৩ সালের ৩০ জুলাই।
৯৩) PSLV-C57/ Aditya-L1 (সৌরযান): ২০২৩ সালের ২ সেপ্টেম্বর।
৯৪) TV-D1/ CES: ২০২৩ সালের ১৮ অক্টোবর।
৯৫) PSLV-C58/ XPoSat: ২০২৪ সালের ১ জানুয়ারি।
৯৬) GSLV-F14/ INSAT-3DS: ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি।
৯৭) SSLV-D3/ EOS-08: ২০২৪ সালের ১৬ অগস্ট।
৯৮) PSLV-C59/ PROBA-3: ২০২৪ সালের ৫ ডিসেম্বর।
৯৯) PSLV C60/ SPADEX: ২০২৪ সালের ৩০ ডিসেম্বর।
১০০) GSLV-F15/NVS-02: ২০২৫ সালের ২৯ জানুয়ারি।

এদিকে, পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস। মাস দশেক মহাকাশে থাকার পর ১৯ মার্চ ফিরবেন সুনীতা। ভারহীনতার জীবনে পৃথিবী থেকে দূরে মহাকাশের কোলে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে সাংবাদিক সম্মেলন করেন। পৃথিবীতে ফেরার পর অন্তরীক্ষবাসের অভিজ্ঞতার প্রসঙ্গে বলেন,‘‌আমি আর বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এলাম তিনবার। আমরা একসঙ্গেই কাজ করেছি। এই জায়গাটাকেও বদলাতে দেখেছি একসঙ্গেই। এখানে থাকলে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি প্রাপ্তি। কেবল জানলা দিয়ে বাইরে তাকানোই নয়। সমস্যার সমাধানেও। এখান থেকে চলে যাওয়ার পরও এতদিনের প্রাপ্ত অনুপ্রেরণার ঝলকানি ও দৃষ্টিভঙ্গিকে আমি হারাতে দেব না। সবকিছুই বোতলবন্দি করে নিয়ে যাচ্ছি।”
দশমাস মহাকাশে থাকার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ প্রসঙ্গে সুনীতা জানান, ‘‌আমাদের প্রতিদিন ফোকাস ঠিক রাখতে হত। আমাদের পরিবার ও সমর্থকরা বাড়িতে থাকা মানুষগুলোর কাছে এটা ছিল রোলার কোস্টারের মতো। সবচেয়ে কঠিন বিষয়, কবে আমরা ফিরব সেটাই জানা ছিল না। এই অনিশ্চয়তাই ছিল সবচেয়ে কঠিনতম বিষয়।’‌ মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। ফেরার কথা ছিল পরের মাসেই অর্থাৎ জুনে। যান্ত্রিক রকেটে ত্রুটির কারণে বিলম্বিত। মার্চে পৃথিবীর মাটিতে তাঁরা পা রাখবেন, জানিয়েছে নাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles