Friday, April 4, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

লন্ডনে মমতার বিরুদ্ধে চিঠি! মুখ্যমন্ত্রীর জন্য ‘বঁ ভয়াজ’ লেখা কেক

লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরনে বাংলার সুতির শাড়ি সঙ্গে স্কাই রঙের হাতকাটা কোর্ট। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল হিথরো বিমান বন্দর। লন্ডন চিরাচরিত বৃষ্টি ভেজা। প্রবল ঠাণ্ডা। কলকাতা বিমান বন্দর দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো বিমান বন্দর বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর ১২ ঘণ্টার দেরি। আপাতত হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক। দুবাইয়ে নামার আগে মমতার জন্য ‘বঁ ভয়াজ’ ফরাসি শব্দের বাংলায় মানে দাঁড়ায় শুভযাত্রা লেখা কেক এমিরেটসের বিমানবালাদের। মমতাকে স্বাগত জানাতে কেক-‌এ ফুটে উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। বাংলার মুখ‍্যমন্ত্রী মিষ্টি অভ্যর্থনা গ্রহণ করলেও নিজের হাতে কেক কাটেননি। সহযাত্রীদের দিকে এগিয়ে দেন। প্রচুর হাততালি। লন্ডন পর্যন্ত দীর্ঘ উড়ান যাত্রা মমতা প্রায় জেগেই কাটালেন। খোঁজ নিলেন সফরসঙ্গীরা ঠিকঠাক আছেন কি না। হিথরোয় বিমান অবতরণ। বিমান বন্দরের বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ মেঘলা। বৃষ্টিও চলছিল। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সোজা সেন্ট জেমস কোর্ট হোটেলে। রবিবার কোনও সরকারি কর্মসূচি নেই। সোমবার থেকে চার দিন টানা ব‍্যস্ততা।

এর আগে দুবাই বিমানবন্দরে বিমানবন্দরের বিজনেস লাউঞ্জে একদল তরুণীর নিজেদের মধ্যে নাচ গান। ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের মেহেন্দির নাচের অনুশীলন। দেখেই থমকে দাঁড়ান মমতা। তরুণীদের আরও উৎসাহ দিয়ে নৃত্য পরিবেশনের অনুরোধ করেন। উৎসাহ দিয়ে বলেন, “আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচলাম।” মমতার অনুপ্রেরনায় দুই তরুণী মেহেন্দির প্রস্তুতি নাচলেন দুবাইয়ের বিজনেস লাউঞ্জ। নাচ শেষ হতেই অনুগামীদের সেলফি। রবি লন্ডন পৌঁছেই মুখ‌্যমন্ত্রী বাকিংহ‌্যাম প‌্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। আপাতত অস্থায়ী ঠিকানা। আগেও মুখ‌্যমন্ত্রী এসেছিলেন বাকিংহ‌্যাম প‌্যালেসের আমন্ত্রণে। ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িতে ব্লু প্লাগ অনুষ্ঠানে। লন্ডন স্কুল অফ ইকনমিক্স-সহ আরও কিছু সংস্থার আমন্ত্রণ ছিল।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। ডবলিউবিটিসির অফিসাররা। শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও সঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসরের কাছে চিঠি চিকিৎসকদের। রিপোর্ট, আরজি কর মেডিক‌্যাল কলেজের প্রাক্তনীদের একাংশ এই চিঠি লিখেছিলেন। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামক সংগঠনের পক্ষ থেকে পালটা চিঠি কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসর জোনাথান মিচিকে। আরজি করের ঘটনার উল্লেখ করে কেলগ কলেজকে চিঠি লিখে লন্ডন নিবাসী আরজি করের প্রাক্তনীরা মমতার আমন্ত্রণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করেছেন। এর আগে দাবি ছিল, মুখ্যমন্ত্রী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ একধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্যে। সরকারের দাবি, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ আমন্ত্রণ জানিয়েছে মমতাকে। রাজনীতিবিদ হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার বিষয়ে কেলগ কলেজে বক্তৃতা রাখার জন্যে আমন্ত্রণ জানান। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায়ও আমন্ত্রণপত্র পাঠান মুখ্যমন্ত্রীকে। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফ থেকেও চ্যাথাম হাউসে আলোচনা সভায় আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে।

সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি মুখ্যমন্ত্রীর। ভারতীয় হাই কমিশনে আমন্ত্রণ থেকে ব্রিটিশ বণিকসভার সঙ্গে লগ্নি বৈঠক, শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা। টানা ব‌্যস্ততা। সোম ভারতীয় হাই কমিশনে বৈঠক। মঙ্গলে লন্ডনে শিল্প বৈঠকে আমন্ত্রিত একাধিক আন্তর্জাতিক শিল্পপতি। বৈঠকে মুখ্যমন্ত্রী আলোচনা, পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে। রাজ্যের তরফে একটি শিল্প প্রতিনিধি দলেরও লন্ডনে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো নিয়ে তথ্য উপস্থাপন। নারীর ক্ষমতায়ন নিয়ে অক্সফোর্ডে বক্তব্য মমতার! অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ‌্যমন্ত্রী। বিষয়, সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নে মমতার মডেল বিশ্বে বন্দিত। বৃহস্পতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। শুক্রে লন্ডন থেকে রওনা মুখ্যমন্ত্রীর এবং শনিতে কলকাতায় ফেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles