Friday, April 4, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

প্রথমবার চ্যাম্পিয়ান কানাডা ব্যাঙ্ক, অল ইন্ডিয়া পাবলিক সেক্টর হকি টুর্ণামেন্টে রানার্স ইউনিয়ন ব্যাঙ্ক

পাবলিক সেক্টরের অর্থাৎ জনগনের স্বার্থেই জনসংযোজনের হকি টুর্ণামেন্ট। সারা ভারত ব্যাপি দল নিয়ে আয়োজিত টুর্ণামেন্টেই চুড়ান্ত অসহযোগিতা পাবলিক রিলেশন আধিকারীকেরই। কোল ইন্ডিয়া লিমিটেড আয়োজিত জাতীয় টুর্ণামেন্টে আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও অল্প ত্রুটিবিচ্যূতির কারণে বিশৃঙ্খলা। সল্টলেক সাই কম্পলেক্সে হকি গ্রাউন্ডে অনুপম রানা ও কোল ইন্ডিয়ার এক মহিলা জনসংযোগ আধিকারীকের চুড়ান্ত অসহযোগিতা গন মাধ্যমের সঙ্গে। তাও আবার কেন্দ্রীয় সরকারের এক সেক্টর আকাশবানীর জনৈক হিন্দি কমেনটেটরের কানঘুঁষানি শুনে অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর খারাপ আচরণ করেন দুই জনসংযোগ আধিকারীক অনুপম রানা ও কোল ইন্ডিয়ার মহিলা জনসংযোগী। কলকাতার ময়দানে কান পাতলে শোনা যায় আকাশবানীর জনৈক হিন্দি কমেনটেটরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। আমণ্ত্রণ ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপঢৌকন সংগ্রহ থেকে শুরু করে, ব্যাবসায়ীদের থেকে টাকা তোলাবাজিতে বিদেশ ট্যূর, মহিলাঘটিত ক্লেচ্ছা সহ অসংখ্যা অভিযোগে যুক্ত উক্ত আকাশবানীর নাম ভাঙিয়ে অনৈতিক কাজকর্মে যুক্ত জনৈক কমেন্টেটরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। কোল ইন্ডিয়ার সংস্থার আয়োজনে হকি টুর্ণামেন্টের মতো এক স্বচ্ছ প্ল্যাটফর্মে কাজ করে জনৈক অভিযুক্ত আকাশবানীর হিন্দি কমেনটেটরের সঙ্গে হাত মিলিয়ে অন্য মিডিয়াদের অসম্মান করলেন অনুপম রানা। ঘটনাচক্রে জনৈক হিন্দি কমেনটেটর তিনজন সহ এক মহিলাকে সঙ্গে টুর্ণামেন্টের ফাইনালে হাজির করিয়ে সকলের জন্য উপঢৌকন নিয়ে যান বলেও বিস্তর অভিযোগ। জনৈক অনৈতিক স্বভাবের সত্তোরর্দ্ধো কমেনটেটরের সঙ্গে হাত মিলিয়ে পাবলিক রিলেশন অফিসার অনুপম রানার অভব্য আচরণে ও দ্বিচারিতার অভিযোগ বিভিন্ন মহলেই।

কোল ইন্ডিয়া আয়োজিত অল ইন্ডিয়া পাবলিক সেক্টর হকি টুর্ণামেন্ট চ্যাম্পিয়ান কানাডা ব্যাঙ্ক বেঙ্গালুরু। সারা ভারত ব্যাপি আয়োজিত চারদিনের টুর্ণামেন্টের ফাইনালে পেনাল্টিতে হারায় ইউনিয়ন ব্যাঙ্ক মুম্বইকে। ষাট মিনিটের টানটান উত্তেজনায় হকিস্টিক ও বলের লড়াই। ফলাফল ৩-‌৩ গোলে অমীমাংসিত থাকার কারণে পেনাল্টিতে গড়ায় খেলা। পেনাল্টি শ্যূটআউট ৪-‌২ গোলে শেষ হয়। প্রথমবারের জন্য বিজয়ীর শিরোপা অর্জন করে বেঙ্গালুরুর দলটি। চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন অলিম্পিকে জোড়া ব্রোঞ্জজয়ী কিংবদন্তি হকি তারকা পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কোল ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর এবং অল ইন্ডিয়া পাবলিক সেক্টর বোর্ডের প্রেসিডেন্ট ড:‌ বিনয় রঞ্জন, অল ইন্ডিয়া পাবলিক সেক্টরের কনস্যলটেন্ট রমেশ সচদেভ, এগ্জিকিউটিভ ডিরেক্টর জেনারেল ভিক্টর অ্যান্টনি, কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েলফেয়ার হেড অমিতাভ কুমার সিং, প্রাক্তন জাতীয় ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জ্জী সহ কোল ইন্ডিয়া লিমিটেডের পদাধিকারী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

কলকাতা সল্টলেকের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের অ্যাস্ট্রো টার্ফে চারদিনের অল ইন্ডিয়া পাবলিক সেক্টর হকি টুর্ণামেন্ট ২০২৫ এর আয়োজক কোল ইন্ডিয়া সহ ছয় দল অংশগ্রহন করে। কানাডা ব্যাঙ্ক অব ইন্ডিয়া বেঙ্গালুরু, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া মুম্বই, স্টিল অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ সেইল, ন্যাশানাল লুমিনিয়াম কোম্পানি অর্থাৎ নেইলকো এবং ফুড কর্মোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এফসিআই। কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পিএম প্রসাদ টুর্ণামেন্টের উদ্বোধন করেন ১৭ মার্চ। উদ্বোধনের দিন প্রথম ম্যাচে সেইল ১৭-‌০ গোলে হারায় নেইলকোকে। দ্বিতীয় ম্যাচে কোল ইন্ডিয়াকে ৩৪-‌০ গোলে হারায় এফসিআই। টুর্ণামেন্টের সেরা ডিফেন্ডার এফসিআইয়ের সুরেন্দর কুমার, সেরা মিডফিল্ডার ইউনিয়ন ব্যাঙ্কের রাহুল সিন্ধে, সেরা ফরওয়ার্ড হলেন সেইলের কৃষ্ণ মোহন। পদ্মভুষন পুরস্কারে ভুষিত অলিম্পিকে পদকজয়ী পি আর শ্রীজেশের হাত থেকে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহন করে উচ্ছ্বসিত কানাডা ব্যাঙ্ক ব্যাঙ্গালুরুর হকি খেলোয়াড়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles