Friday, March 14, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিয়ে পাগল নায়ক নায়িকারা?‌ একাধিক বিবাহ টলি বলির অভিনেতা অভিনেত্রীদের!‌ ব্যাতিক্রম ‘‌বিগ বি’‌

চলচিত্র ও টেলিভিশন জগতে এমন একাধিক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেদের কেরিয়ারে সাফল্যের স্বাদ পেলেও তাঁদের ব্যক্তিগত জীবনে চলার পথে হোঁচট খেয়েছেন। মনের মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন বলে গাঁটছড়া বাঁধলেও বিচ্ছেদের পথে হেঁটেছেন। ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখ। নেপথ্যে থাকে অন্য এক জীবন। সেখানে কখনও ভিড় করে একাকিত্ব। জীবনে চলার পথে তৈরি হয় নতুন সম্পর্ক। আবার কখনও বা হঠাৎই সমস্ত উদ্দীপনা নিভেও যায়। থেমে থাকে না জীবনের পথচলা। অনুপম রায় এবং প্রস্মিতা পালের বিয়ে। টলিপাড়ায় চর্চায় গায়ক অনুপম রায়ের তৃতীয় বিয়ে। সম্প্রতি তৃতীয় বিয়ে সেরেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী। দুই তারকার তৃতীয় বিয়েতে সরগরম টলিপাড়া। তালিকায় রয়েছেন আরও একাধিক তারকা। টলিউড সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ‍্যায়ের প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে দাম্পত‍্য বেশিদিন স্থায়ী হয় নি। তিন বছর পরেই ঘর ভাঙে প্রসেনজিত্‍-দেবশ্রীর। দ্বিতীয়বার অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের কন্যার নাম প্রেরণা। ২০০২ সালে তাঁরা বিবাহবিচ্ছেদ হয়ে যায়। প্রসেনজিত্‍ তৃতীয়বার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। এক ছেলেও আছে নাম তৃষানজিৎ। অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেনেরও তিনটি বিয়ে। বর্ষীয়ান অভিনেত্রীর প্রথম স্বামী সঞ্জয় সেন। লেখক-সাংবাদিক মুকুল শর্মাকে বিয়ে করেন পরে। অপর্ণা সেন এবং মুকুল শর্মার কন‍্যা কঙ্কনা সেন শর্মাও প্রতিষ্ঠিত অভিনেত্রী। বর্তমানে অধ‍্যাপক-লেখক কল‍্যান রায়ের সঙ্গে দাম্পত‍্য জীবন কাটাচ্ছেন অপর্ণা সেন।

বর্ষীয়ান গায়ক অভিনেতা কিশোর কুমার চারবার বিয়ে করেছিলেন। ১৯৫০ সালে গায়িকা-অভিনেত্রী রুমা গুহঠাকুরতাকে বিয়ে করেন কিশোর। ৮ বছর পর ভেঙে যায় তাঁদের সংসার। ১৯৬০ সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর। ১৯৬৯ সালে মধুবালার মৃত্যু। যোগিতা বালিকে বিয়ে করেছিলেন কিশোর। টিকেছিল মাত্র ২ বছর। ১৯৮০ সালে অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন কিশোর শেষ জীবন পর্যন্ত লীনার সঙ্গেই কাটান। শ্রাবন্তীর ব‍্যক্তিগত জীবন চর্চার কেন্দ্র। শ্রাবন্তী প্রথম বিয়ে করেন পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে। ২০১৬ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী মডেল কৃষ্ণ ব্রজকে বিয়ে করলেও বিয়ের আয়ু বেশিদিন ছিল না। ২০১৯ সালে মানকর্মী ও জিমের কর্ণধার রোশন সিংহের সঙ্গে বিয়েও ভেঙে গিয়েছে। অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ‍্যায়ের সঙ্গে বিচ্ছেদের পরেই শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন।

টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের দ্বিতীয় বিয়ে পিয়া চক্রবর্তীর সঙ্গে। ২০২১ সালে বিচ্ছেদ। অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়কে বিয়ে করেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া। টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ অনুপম। প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম বিয়ে জাভেদ কায়সার সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে। সর্বশেষ বিয়ে বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে। বাংলাদেশের সংগীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে, একটি মেয়েও রয়েছে। এরপর বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে, যিনি ধর্মান্তর হয়ে কবির সুমন নামে পরিচিত।

টেলি অভিনেত্রীদের তালিকায় শ্বেতা তিওয়ারি, চাহত খন্না এবং চারু আসোপার মতো তারকার নাম। ‘কসৌটি জিন্দেগি কে’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে শ্বেতা তিওয়ারি ১৯৯৮ সালে অভিনেতা রাজা চৌধরিকে বিয়ে করেছিলেন। বিয়ের দু’বছরের মধ্যে কন্যা পলক তিওয়ারির জন্ম দেন শ্বেতা। রাজার সঙ্গে শ্বেতার সম্পর্ক ভাল ছিল না। বিয়ের ন’বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শ্বেতার অভিযোগ, রাজা নিয়মিত মদ্যপান করতেন। রাজার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসারও অভিযোগ আনেন অভিনেত্রী। শুটিং সেটে গিয়ে শ্বেতার সঙ্গে অভব্য আচরণও করতেন রাজা, দাবি অভিনেত্রীর। ২০০৭ সালে রাজার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অভিনব কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তিন বছর সম্পর্কে থাকার পর অভিনবকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন। অভিনবের সঙ্গেও শ্বেতার সংসার সুখের ছিল না। অভিনেত্রীর দাবি, প্রায়শই গার্হস্থ্য হিংসার শিকার হতেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অভিনবের সঙ্গে বিবাহবিচ্ছেদ শ্বেতার। বর্তমানে দুই সন্তান এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্বেতা।

‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন টেলিপাড়ার অভিনেত্রী দীপিকা কাকর। ২০১১ সালে রৌণক স্যামসন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন অভিনেত্রী। সংসার বেশি দিন টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় দু’জনের। বিচ্ছেদের পর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সেটে বন্ধুত্ব থেকে দু’জনের প্রেম হয়। ২০১৮ সালে শোয়েবের সঙ্গে বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মগ্রহণ করেছেন অভিনেত্রী। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফইজা। ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন অভিনেত্রী স্নেহা ওয়াঘ। ২০০৭ সালে আবিষ্কার দারওয়েকারকে বিয়ে করেন স্নেহা। বিয়ে টেকেনি। আবিষ্কারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৫ সালে অনুরাগ সোলাঙ্কিকে বিয়ে করেন স্নেহা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে অনুরাগের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় স্নেহার। আর বিয়ে করেননি অভিনেত্রী। ‘উত্তরণ’ ধারাবাহিকের অভিনেত্রী রশমি দেসাই তাঁর সহ-অভিনেতা নন্দিশ সান্ধুকে ২০১১ সালে বিয়ে করেন। ২০১৬ সালের মার্চ মাসে বিচ্ছেদও হয়ে যায়। ২০১৯ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের ১৩তম পর্বে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন রশমি। শোয়ের প্রতিযোগী আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। আরহানের জীবনের গোপন তথ্য প্রকাশ্যে আনেন ‘বিগ বস’-এর সঞ্চালক বলি অভিনেতা সলমন খান। আরহান বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবাও তিনি। এই সত্য রশমির কাছ থেকে গোপন করে রেখেছিলেন আরহান। আরহানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। ‘কুমকুম এক প্যারা সা বন্ধন’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় চাহত খন্নার। ১৬ বছর বয়স থেকেই অভিনয় জগতে। ২০০৬ সালে ভরত নরসিংঘানিকে বিয়ে করেছিলেন চাহত। বিয়ের কয়েক মাস পর ভরতের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী। বিচ্ছেদও হয়। ২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ে করেন চাহত। অভিনেত্রীর অভিযোগ, বিয়ের পর চাহতের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন ফারহান। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন চাহত। বর্তমানে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক এবং ছবির পাশাপাশি বাংলা ছবিতে অভিনয় করে পরিচিতি গড়ে তুলেছেন বরখা বিশত। সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর কন্যাসন্তানের জন্ম দেন বরখা। ২০২১ সালে ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ বরখার। বিচ্ছেদের পর অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বরখা। হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ চারু আসোপা ‘দিয়া অওর বাতি হম’, ‘বাল বীর’, ‘দেবো কা দেব… মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন। রাজস্থানের এক ব্যবসায়ীকে বিয়ে করেন চারু। মতের অমিলের কারণে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। নীরজ মালবীয় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। রাজস্থানে বাগ্‌দান পর্ব সারেন নীরজ এবং চারু। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ২০১৯ সালে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে বিয়ে করেন চারু। বিয়ের পর চারু এবং রাজীবের সম্পর্ক শারীরিক এবং মানসিক নির্যাতন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল চারুর। চার বছরের দাম্পত্যজীবনের পর চলতি বছরের ৮ জুন রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

এবার অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন বলিউড তারকা মিস্টার পারফেকশনিস্ট। বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। পরিবারের সঙ্গেও সাক্ষাৎ ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বলিউড সুপারস্টার। আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বলিউডে নানা গুঞ্জন! কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েন। আমির খান চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! ২৫ বছর আগে বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। প্রেম শুরু ১ বছর আগে। তৃতীয় বিয়ে? পাপারাজ্জিদের সঙ্গে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিয়ে আমির লাজুকভাবেই বলেন, “আমি জানি না, ষাট বছর বয়সে আমার বিয়ের পিঁড়িতে বসা ঠিক হবে কিনা।” দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে এখনও ঘনিষ্ঠ।

তবে, এই সব সেলেবদের মাঝেও ব্যাতিক্রম বিগ বি। তাঁর স্ত্রী একজনই। বাঙলি অভিনেত্রী জয়া ভাদুড়ি। ১৪ মার্চ, দেশজুড়ে দোল উৎসবের আগের রাতে ‘হোলিকা দহন’, বাংলায় যাকে ‘নেড়া পোড়া’ বলে। বচ্চন বাড়িতেও ফি বছর সেই রীতি পালন করাল হয় ধুমধাম করে। চলতি বছর জলসার ‘হোলিকা দহন’ উৎসব থেকে জয়া-অমিতাভের আবেগঘন মুহূর্ত ফ্রেমবন্দি। বাহান্ন বসন্ত পেরিয়েও সিনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কতটা রঙিন। সাংসারিক কলহ, পুত্র-পুত্রবধূর দাম্পত্য অশান্তির খবর চর্চার সত্ত্বেও বিয়ের বাহান্ন বছর পরও জয়া-অমিতাভের সম্পর্কে বসন্ত বিদ্যমান বহাল তবিয়তে। জলসার উঠোনে ‘হোলিকা দহন’ রীতি পালনের সময়ে অগ্নিসাক্ষী রেখে একে-অপরের দিকে চেয়ে মুগ্ধ দৃষ্টিতে। ‘বিরল’ মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চন। বিগ বি’র পরনে জ্যাকেট। মাথায় টুপি। জয়া ধরা দিলেন রঙিন কুর্তিতে। বচ্চন পরিবারের সকলেই জয়ার ভয়ে সকলে সিঁটিয়ে থাকেন। রাজনীতির পাশাপাশি কড়া হাতে সংসার সামলান। পরিবারের সংস্কৃতি, রীতি-নীতি বজায় রাখেন সদস্যরা, সেদিকেও নজর থাকে জয়ার। ব্যাতিক্রম সুপারস্টার ‘‌বিগ বি’‌!‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles