Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভারতীয় সেনাবাহিনীকে কূর্ণিশ সিএবির!‌ আইপিএল ফের শুরু ১৭ মে, ফাইনাল জুনের প্রথম সপ্তাহে, কলকাতায় হচ্ছে কী?

ভারতীয় সেনার প্রতি কুর্ণিশ জানাল বঙ্গ ক্রিকেট সংস্থা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবির মূল তোরনে ভারতীয় সেনাবাহিনীকে কূর্ণিশ জানিয়ে বিশেষ ব্যানার। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী জানান এই রকম কাজের নিদর্শন সিএবির প্রচুর আছে। সেনাবাহিনীকে কূর্ণিশ জানানো সম্মান প্রদর্শণ বিষয়টা সিএবির জন্য নতুন কিছু নয়। দেশবাসী হিসাবে আমাদের এটা একপ্রকার দায়িত্ব। কলকাতায় আইপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সিএবি প্রেসিডেন্ট বলেন, ‘‌বিসিসিআই চুড়ান্ত সিদ্ধান্ত জানালেই তবে এ বিষয়ে সিএবি কথা বলবে। তার আগে কোনও সংবাদমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়োজন নেই বলেই মনে করি।’‌

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা স্পষ্ট জানান, ‘‌এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। সব তরফে আলোচনা চলছে। সব দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। টুর্নামেন্ট ঠিক সময়ে শেষ করার চেষ্টা করছে বোর্ড। তাই তাড়াতাড়িই ফের শুরু করা হবে আইপিএল ২০২৫। তবে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআইয়ের কর্মকর্তারা সমাধানসূত্র খুঁজছেন। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। কাল সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছে। পরিস্থিতির পর্যালোচনা করা হবে। বিসিসিআই সচিব সবার সম্পর্কে রয়েছেন। আইপিএল চেয়ারম্যান ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলছেন। তাড়াতাড়িই জানা যাবে ফের কবে টুর্নামেন্ট শুরু হবে। তবে তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করা হবে এটা তো স্বাভাবিক। টুর্নামেন্ট যাতে ঠিক সময়ে শেষ করা যায়, তাই তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করা হবে। কোথায়, কতগুলি মাঠে খেলা হবে, বিসিসিআই কর্তারা স্থির করছেন।’

ভারত-পাকিস্তান বর্তমান রাজনৈতিক সম্পর্কের জেরে আগের দিন পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। শুক্রবার রাতে এই ঘোষণা করে সিএবি। এবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সোমবার ইডেনের বাইরে টাঙানো হয় বিশাল পোস্টার। সেখানে ভারতের সশস্ত্র বাহিনীর ছবি দেওয়া। সঙ্গে জাতীয় পতাকার ছবি। পাশে লেখা, ‘শক্তি, সংহতি এবং কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ। আমরা গর্বিত। আমাদের হিরোদের কুর্নিশ।’ প্রথম লাইনটা বাদ দিয়ে বাকি তিনটে লাইন ভারতের পতাকার রঙে। অর্থাৎ, কমলা, সাদা এবং সবুজ রংয়ের থিম। পোস্টারে সিএবির লোগো ছাড়াও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর লোগো। সোমবারই ইডেনের বাইরে এই পোস্টার টাঙানো হয়। শুক্রবার পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। সিএবির একটি বিবৃতিতে বলে হয়েছিল, ‘এই কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।’ শুধু লিখিতভাবেই নয়, ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে সেটা প্রমাণ করল বাংলার ক্রিকেট সংস্থা।

আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়া নিয়ে সূত্র মারফৎ সম্ভাব্য ইঙ্গিত
১. মে মাসের ১৬ তারিখে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫ পুনরায় শুরু হতে পারে।
২. টুর্নামেন্ট ৩০ মে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। বেশি করে দেখা যেতে পারে ডাবল হেডার।
৩. বিসিসিআই মঙ্গলবারের মধ্যে ক্রিকেটারদের একজোট করার নির্দেশ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।
৪. হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু, এই তিনটি কেন্দ্রে লিগের বাকি ম্যাচগুলি খেলা হতে পারে। ফাইনাল-সহ প্লে-অফ ম্যাচগুলি পূর্ব নির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হতে পারে।

১৬ মে থেকে ফের শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ আধিকারিক। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ৩০ মে বা ১ জুন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বাকি ম্যাচগুলি বিভিন্ন ভেন্যুতে আয়োজিত হবে। ফিরতি পর্ব শুরু লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ‘‌আমরা সব স্টেকহোল্ডারদের জানিয়ে দিয়েছি। দলগুলি তাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ডেকে নিচ্ছে। একানা স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে ফিরতি পর্বের প্রথম ম্যাচের জন্য।’‌ হায়দরাবাদে হতে পারে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর। অপরদিকে, কলকাতায় কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা। আবহাওয়া চুড়ান্ত পরিমানে খারাপ থাকলে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হতেও পারে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিসিসিআই শীঘ্রই নতুন করে তৈরি করা সূচি ঘোষণা করতে চলেছে। ৯ মে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে বিসিসিআই। সীমান্তে ভারত-পাক উত্তেজনার কারণে বন্ধ রাখা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল সাসপেন্ডের একদিন আগে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বাতিল হয়ে যায়। তারপরেই এক সপ্তাহের জন্য আইপিএল সাসপেন্ড করার কথা জানায় বোর্ড।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হতেই আবার শুরু হতে চলেছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সব দলকে একত্রিত হতে হবে। চলতি সপ্তাহের শেষ দিকে আবার প্রতিযোগিতা শুরু করা যাবে। বোর্ডের নির্দেশ পেয়েই অনুশীলন শুরু করে দিয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলের প্রথম দল যারা অনুশীলন শুরু করেছে। রবি সন্ধ্যায় মাঠে নেমে পড়েছে গুজরাট। আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন শুভমন গিলেরা। গুজরাটের এক আধিকারিকের কথায়, “ আমরা অনুশীলন শুরু করেছি। দলের ছেলেরা আত্মবিশ্বাসী। মাঠে নামার জন্য আমরা তৈরি।” গুজরাটের প্রায় পুরো দলই অনুশীলন করেছে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারেরাও মাঠে ছিলেন। গুজরাটের দুই বিদেশি জস বাটলার ও জেরাল্ড কোয়েৎজ়ি দেশে ফিরে গিয়েছেন। বাকিরা ভারতেই ছিলেন। অনুশীলন শুরু করতে সমস্যা হয়নি। বাটলার ও কোয়েৎজি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

পয়েন্ট তালিকায় এখন শীর্ষে গুজরাট। ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট। নেট রানরেট ০.৭৯৩। আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে গুজরাট। গুজরাটের লক্ষ্য প্রথম দুই দলের মধ্যে শেষ করা। সেই লক্ষ্যেই সকলের আগে অনুশীলন শুরু করেছেন শুভমনেরা। শুক্রবার প্রতিযোগিতা আবার নতুন করে শুরু হওয়ার কথা। মাঝে এতগুলি খেলা না হওয়ায় নতুন করে সূচি তৈরি করেছে ভারতীয় বোর্ড। ১০ দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মতি মিললেই সুচি প্রকাশ করা হবে। এক সপ্তাহ সময় নষ্ট হওয়ায় কয়েক দিন পিছিয়ে গিয়েছে ফাইনাল। ২৫ মে-র বদলে ৩০ মে ফাইনাল হতে পারে বলে সূত্রের খবর। ১ জুনও?‌ হায়দরাবাদে সম্ভবত কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর আয়োজন করবে। ৩০ মে অথবা ১ জুন কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকলে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। বৃষ্টির কারণে ম্যাচগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে ফাইনালটি আমেদাবাদে স্থানান্তরিত করা হবে। বিসিসিআই শীঘ্রই পুনর্নির্মিত ক্রীড়া সূচি ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles