February 11, 2025

ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব? টলিউডে ‘‌স্বরূপ’‌ আতঙ্ক!‌ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং আপাতত বন্ধ

0
Swarup Biswas

ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণেই কি স্থগিত কৌশিকের ছবি? ফেডারেশনের সঙ্গে সমস্যা জড়িয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায়? সেকারণেই কি আটকে তাঁদের ছবির শ্যুটি? ফেডারেশনের সঙ্গে ঝামেলার জের? স্থগিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং। সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে গিয়ে ছবির শ্যুটিং শুরুর কথা ছিল পরিচালকের। ফেডারেশনের শর্তের জেরেই নাকি আপাতত ছবির শ্যুটিং স্থগিত। কারণটা ফেডারেশন কিংবা কৌশিক কেউই স্পষ্ট করেননি। যেদিন উত্তরবঙ্গে গিয়ে শ্যুটিং করার কথা ছিল তার আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তাঁর ছবিতে কাজ করতে পারছেন না। টলিপাড়ায় গুঞ্জন, ফেডারেশনের নিয়মনীতির বিরোধিতার জন্যই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কোপ পড়েছে।

মাসখানেক আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, টলিউডের ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধেই মিটু-র অভিযোগ রয়েছে। তাতে আপত্তি জানায় পরিচালক সংগঠন। পাশাপাশি ফেডারেশনের নিয়মবিধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। মানহানির মামলা করা হয় স্বরূপের বিরুদ্ধে। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন কৌশিকও। এখন প্রশ্ন সেই কারণেই কি তাঁর ছবি করতে নারাজ টেকনিশিয়ানরা? প্রশ্ন উঠছে মামলা তোলার জন্যই কি এভাবে চাপ দেওয়া হচ্ছে?

সোমবার ফেডারেশনের বৈঠকে ঠিক হয় কৌশিক গঙ্গোপাধ্যায়কে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। তবেই তাঁর ছবিতে কাজ করবেন টেকনিশিয়ানরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ পরিচালক। প্রযোজক প্রদীপ নন্দীর বক্তব্য, ফেডারেশনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কৌশিকই বোঝাপড়া করছেন। তবে সেই বোঝাপড়া যে মেটেনি, তা বেশ স্পষ্ট। প্রদীপ নন্দী নতুন প্রযোজক, একজন প্রযোজককে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে আগামিদিনে টলিউডে কেউ কি বিনিয়োগ করতে চাইবেন? কৌশিক শুধু নন ফেডারেশনের সঙ্গে সমস্যা জড়িয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। ফেডারেশনের ছাড়পত্র মিলছে না।

শ্যুটিং করার অনুমতি পেয়েছেন পরিচালক অরিন্দম শীল। আরজি কর কাণ্ডের ঠিক পরপর যৌন হয়রানির ঘটনায় নাম জড়ানোয় অরিন্দম শীলকে পরিচালক সংগঠন সাময়িকভাবে বরখাস্ত করে। আপাতত পরিচালক সংগঠনের সদস্য নন তিনি। এবিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, ‘কে বলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় জয়দীপ মুখোপাধ্যায় কাজ করতে পারবেন না? আমরা এমন কথা বলিনি, বিবৃতিও দিইনি। তবে টেকনিশিয়ানের লিস্ট নিয়ে একটু সমস্যা আছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্বরূপের বিরুদ্ধে প্রতিবাদে সামিল অনেকেই? প্রশ্ন উঠছে মামলা তোলার জন্যই কি এভাবে চাপ দেওয়া হচ্ছে? সব মিলিয়ে টলিউড জুড়ে ‘‌স্বরূপ’‌ আতঙ্ক?‌ প্রশ্ন প্রযোজকদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed