February 11, 2025

‘‌পরিষ্কার করে বলুন কী চাই? টাকা?’‌ নির্যাতিতার বাবা মাকে আক্রমণে ‘‌জেলখাটা নেতারা’‌!‌

0
Again RGKAR

মদনের ‘‌টাকা চাই’‌ আক্রমণের যোগ্য জবাব নির্যাতিতার পরিবারের। লাগামছাড়া মন্তব্য করেছিলেন মদন মিত্র। জবাব দিলেন নির্যাতিতার পরিবার। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতে গিয়েছে রাজ্য সরকার। নির্যাতিতার বাবা মা রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপর থেকেই তৃণমূলের একাধিক নেতা নির্যাতিতার বাবা মাকে আক্রমণ করতে নেমে পড়েছেন। মদন মিত্র, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতার মন্তব্যে হতবাক অনেকেই। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র একেবারে সব কিছুর সীমা ছাড়িয়ে গিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার টাকা চান কি না? মদন মিত্রের সেই প্রশ্নের জবাব দিলেন নির্যাতিতার বাবা মা। যে বাবা মা তাঁদের অতি মেধাবী সন্তানকে হারিয়েছেন। সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। সেই হাসপাতালেই ধর্ষণ ও খুন করা হয়েছে।

সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা জানিয়েছেন, উনি তৃণমূলের নামকরা নেতা। যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার চেয়ে বেশি টাকা আমি দেব। আমার মেয়েকে উনি ফিরিয়ে দিন। তিনি বলেন, প্রথম দিন থেকে টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। পুলিশ সরকারি কর্মচারী হয়ে নিজে আসছেন টাকা দিতে। আজ উনি প্রকাশ্য়ে বলছেন। আজ আমি বলছি যত টাকা দিয়ে উনি আমায় কিনতে চান, তার থেকে বেশি টাকা আমি ওঁকে দেব। উনি আমার মেয়েকে ফেরত দিন। কন্যাহারা পিতার আর্জি।

সংবাদমাধ্যমে মদন মিত্র বলেছিলেন, পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান। সব কিছু টাকা দিয়েই ঢাকা যায়। এখানেই থেমে থাকেননি মদন মিত্র। নির্যাতিতার পরিবারকে নিশানা করে তিনি বলেন, আপনি পরিষ্কার করে বলুন সিপিএম ও বিজেপি আমাকে যেটা বলছে সেটা বলছি। তার জন্য আপনি কী চান? শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি উঠেছিল। হ্যাঁ যদি মনে করেন টাকা চান, টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। শ্রাদ্ধে কিছু দিতে পারি না টাকা দিয়ে বলে ওম নমো ওম নমো ব্রাহ্মনায়ো অহং দদানি। ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা?

মদন মিত্র জানিয়েছেন, এতদিন আপনারা প্রত্যেক সন্তানের কাছে মা বাবা ছিলেন। এখন প্রত্যেক সন্তানের কাছে দায়িত্বশীল অন্যায়ে মদতকারী এবং বাস্তবমূল্যের কিছু দাবি জানানোর জন্য নিজেদের উপকৃত করতে ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed