February 17, 2025

তিনমাস পাননি বেতন! পদত্যাগ মহামেডান কোচ চেরনিশভের, আলোচনা চান বাঙ্কারহিল কর্তা

0
Cherinasv

সোশাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা জানিয়েছেন চেরনিশভ। সামনেই মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। কলকাতায় পা দিয়েছেন নতুন স্ট্রাইকার মার্ক আন্দ্রে। কোচ আন্দ্রে চেরনিশভের পদত্যাগ। শোরগোল ময়দানে। সোশাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা জানান। ক্লাব ও ইনভেস্টর বাঙ্কারহিলের তরফ থেকে তা স্বীকার করে নেওয়া হয়েছে। পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি বাঙ্কারহিলের তরফ থেকে। আলোচনায় বসতে চান বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। চেরনিশভকে কোচ হিসেবে নিয়ে এসেছিল বাঙ্কারহিলই। তাঁর হাত ধরে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার ছাড়পত্র পায় মহমেডান। প্রত্যাশিত সাফল্য আসেনি। ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে চেরনিশভের দল।

https://www.facebook.com/permalink.php?story_fbid=1184541200340117&id=100063527442022&ref=embed_post

সকালে মহামেডানের অনুশীলনে ফুটবলারদের সামনেই পদত্যাগের কথা জানিয়ে দেন কোচ। চেরনিশভ অভিযোগ করেন, “কোচের পদ ছাড়তে বাধ্য হচ্ছি। পরিস্থিতিই এই অবস্থায় আসতে বাধ্য করেছে। পেশাদার হিসেবে তিনমাস মাইনে না পেয়ে কাজ চালানো সম্ভব নয়।” বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং কোচের পদত্যাগের খবর স্বীকার করে বলেন, “আমরা ওঁর চিঠি পেয়েছি। কিন্তু চেরনিশভের পদত্যাগ আমরা এখনও গ্রহণ করিনি। আজ সন্ধ্যায় ওঁর সঙ্গে আলোচনায় বসব। চেরনিশভকে আমরা এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য বোঝাব।” ইনভেস্টর শ্রাচী আপাতত চুপ।

ক্ষোভ উগড়ে মহামেডান ক্লাবের কার্যকরী সভাপতি কামারুদ্দিন আহমেদ বলেন, ” দিন পনেরো আগেই পদত্যাগ করতে চেয়ে চিঠি দিয়েছিলেন চেরনিশভ। ফিফা, দুই ইনভেস্টর শ্রাচী ও বাঙ্কারহিলের কাছে সেই চিঠি গিয়েছে। এতদিন আমাদের বদনাম ছিল, মহামেডান কর্তারা কোচদের সরিয়ে দেয়। এবার দেখা গেল ইনভেস্টাররাও কোচেদের তাড়ায়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed