February 11, 2025

তিস্তার উপরে ৪ লেনের নতুন ব্রিজ?‌ বিকল্প করোনেশন সেতু নির্মাণে অনুমোদন মমতার

0
Corronation Bridge

তিস্তার উপরে নয়া সেতু নির্মাণের সবুজ সংকেত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনেশন সেতুর বিকল্প। স্থানীয় মানুষ, পর্যটক, দেশের প্রতিরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারটি লেন থাকবে নয়া সেতুতে। দ্বিতীয় করোনেশন সেতু নির্মাণে সবুজ সংকেত। রাজ্য সরকারের পূর্ত দফতরের সূত্রের খবর। করোনেশন ব্রিজের বিকল্প হিসেবে তিস্তার উপরে নতুন সেতুর জন্য প্রায় ১,১০০ কোটি টাকা খরচ হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে যাওয়ায় ডিপিআর বা ‘ডিটেল প্রোজেক্ট রিপোর্ট’ তৈরির কাজ শুরু করার পর ধাপে-ধাপে বিকল্প করোনেশন সেতু নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি। করোনেশন সেতু (সেবক রোডওয়ে ব্রিজ নামেও পরিচিত) উত্তরবঙ্গের অন্যতম লাইফলাইন শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংকে যুক্ত করেছে।

করোনেশন সেতুর ‘স্বাস্থ্য’ খুব একটা ভালো নয়। ১৯৪১ সালে চালু হওয়ার ফলে ‘বয়স’ হয়ে গিয়েছে। দেড় দশক আগে ভূমিকম্পের জেরে করোনেশন যথেষ্ট সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিস্তার উপরে বিকল্প করোনেশন সেতু নির্মাণের দাবি ও পদক্ষেপও করা হয়েছে। নানা জটের কারণে সেই প্রকল্পের কাজ থমকে থেকেছে। বিকল্প করোনেশন সেতুর দৈর্ঘ্য ৬০০ মিটার। সেতুতে থাকবে চারটি লেন। মূল সেতুর দু’পাশেই দীর্ঘ অ্যাপ্রোচ রোড থাকবে। অ্যাপ্রোচ রোড বন্যপ্রাণী করিডরের মধ্যে রাখতে পরিবেশ সংক্রান্ত অনুমোদন লাগবে। যাবতীয় দিক বিবেচনা করে পদক্ষেপ। বিকল্প করোনেশন সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। স্থানীয় মানুষ বা পর্যটক তো বটেই, দেশের প্রতিরক্ষার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিকল্প করোনেশন সেতু।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed