February 11, 2025

রাজকোটে টি২০ সিরিজ জয়ের লক্ষ্যে ভারত! প্রথম একাদশে নেই মহম্মদ সামি? সরাসরি সম্প্রচার

0
Team India

সিরিজ জয়ের লক্ষ্যে রাজকোটে নামছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইংল্যান্ডকে টি২০ সিরিজে হারিয়ে বছরের প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে গৌতম গম্ভীর বাহিনি। ইডেন গার্ডেন্স ও চিপকের পর সৌরাষ্ট্রের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে আর্শদীপ, তিলকরা। দলের বাইরে সামি। প্রথম দুই ম্যাচেই টিম ইন্ডিয়া জিতেছে। ইডেন গার্ডেন্স ও চিপকের পর সৌরাষ্ট্রের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া প্রচাষ্টায় আর্শদীপ, তিলকরা। প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তৃতীয় টি২০ ম্যাচেও ফলে মহম্মদ সামির দলে আসার সম্ভাবনা কম। প্রথম দুই ম্যাচেই মূলত স্পিনকে অস্ত্র করে টিম ইন্ডিয়া জিতেছে। আর্শদীপের সঙ্গে হার্দিক কাজ চালিয়ে দিচ্ছেন। বরুণ চক্রবর্তি, অক্ষররা দুরন্ত বোলিং করায় টিম ইন্ডিয়ার পেসারদের ওপর চাপ পড়ছে না। হার্দিককে দিয়েও প্রয়োজন অনুযায়ী বোলিং করিয়ে নিতে পারছেন সূর্যকুমার যাদব।

ইডেন গার্ডেন্সে মহম্মদ সামিকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়। গম্ভীর অ্যান্ড কোম্পানি অঙ্ক কষেই সামিকে খেলাচ্ছেন না। দলের বোলিং ইংল্যান্ড ক্রিকেটাররা খেলে অভ্যস্ত না হয়ে যান। দ্বিতীয়ত সামিকে মাঠের বাইরে রেখে রিকভারির সময় দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শুরু ভারত বনাম ইংল্যান্ডের সন্ধে সাতটায়। খেলা হবে রাজকোটের মাঠে। সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ভারতের সঙ্গে ইংল্যান্ডের এই ম্যাচ দেখা যাবে ডিজনি+ হটস্টারে। টিভিতে এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। তিলক বর্মা গত ম্যাচে দুরন্ত ইনিংস খেলে দলকে জেতালেও টিম ইন্ডিয়ার চিন্তা অধিনায়ক সূর্যকুমার যাদবের অফ ফর্ম নিয়ে। টি২০র একদা এক নম্বর ব্যাটার ছন্দ হারিয়েছেন। রিঙ্কু সিং, নীতীশ রেড্ডিরা ছিটকে গেছেন। সঞ্জু স্যামসন খেলায় রাজকোটে ধ্রুব জুরেলের পরিবর্তে রমনদীপ সিংকেও খেলাতে পারে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাধ্য হয়ে জোড়া বদল করেছিল ভারত। বাদ পড়েছিলেন রিঙ্কু সিংহ ও নীতীশ রেড্ডি। দলে জায়গা পেয়েছিলেন ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। রাজকোটে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। সেই ম্যাচেও ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা রয়েছে। দলে ঢুকতে পারেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। রাজকোটে কি প্রত্যাবর্তন হবে মহম্মদ সামির?

ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ,রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল (সহ-অধিনায়ক)‌‌,রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed