‘বাচ্চাদের মতো ভুল করেছে ছেলেরা’ : চেরনিসভ, মুম্বইয়ের কাছে ৩-০ হারে হতাশ মহমেডান কোচ

আইএসএলের ম্যাচে নিজেদের ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি। মহমেডানের রক্ষণভাগও লড়াই করে ৭০ মিনিট পর্যন্ত। ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে একটি গোল। ৭২ মিনিটের মাথায় বিপিন সিংয়ের বাড়ানো বল গোলরক্ষক পজম ছেত্রীকে উদ্দেশ্য করে ব্যাস পাস করতে যান সাদা কালো শিবিরের ডিফেন্ডার গৌরভ বোরা, পদম ছেত্রী এগিয়ে আসায় সেই বল গোলে চলে যায়, এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। গৌরব বোরা আত্মঘাতী গোল করলেও গোলরক্ষকেরও দোষ রয়েছে, কারণ তিনি অযথা এগিয়ে যান এবং ঠিকঠাক পিছন থেকে কলও দেননি ডিফেন্ডারকে।

৭৮ মিনিটে ঘরের মাঠে ফের গোল মুম্বই সিটি এফসির। ছাংতের জোরালো শট গৌরব বোরার গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়, এক্ষেত্রে সাদা কালো গোলরক্ষকের কিছুই করার ছিল না। ম্যাচের শেষ গোলটি আসা ৮২ মিনিটে। ক্রোমা গোল করে দলের ৩-০ জয় এবং তিন পয়েন্ট নিশ্চিত করে দেন। হারের ফলে পয়েন্ট তালিকায় সবার নিচেই মহমেডান স্পোর্টিং ক্লাব। বেঙ্গালুরুর এফসির মতো বড় দলকে রুখে দিয়ে ফের একবার ডিফেন্সের দোষে হারল ফ্র্যাঙ্কা, গোমেজরা। ম্যাচ শেষে রাশিয়ান কোচ চেরনিশভ অবশ্য স্বীকার করে নেন, ‘প্রথম থেকেই ওরা ভালো খেলেছে। প্রথম ১৭ মিনিট মতো আমরা ভালো খেলেছি, এরপর ওরাই খেলায় প্রাধান্য রেখেছে। ওরা প্রতিযোগিতার অন্যতম সেরা দল। ৭০ মিনিট পর্যন্ত ওদেরকে আটকে রাখার জন্য ফুটবলারদের ধন্যবাদ দেব। গোলরক্ষকের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সের মধ্যে আজকে যেভাবে ভুল বোঝাবুঝিতে গোল খেয়েছি, সেটা শিক্ষানবিস ভুল। বাচ্চাদের খেলায় এরকম ভুল হয়। এখন দুটো দিন আমরা ফুটবলারদের বিশ্রাম দেব, তারপর আবার পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব। আশা করছি ছেলেরা এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে’। মহমেডানের পরের ম্যাচ লিগ শীর্ষে থাকা মোহনবাগানের বিরুদ্ধে।