রিয়াল মাদ্রিদে নিজের প্রথম হ্যাটট্রিক এমবাপের! ৩-০ গোলে জিতে বার্সেলোনার থেকে পয়েন্টে এগিয়ে মাদ্রিদ?

রিয়াল মাদ্রিদে আসার পর এই প্রথমবার হ্যাটট্রিক। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে স্পেনের আসার পর এই প্রথম ক্লাবের জার্সিতে নতুন বছরে প্রথম হ্যাটট্রিক করলেন। ভালাদোইদের বিপক্ষে ফরাসি বিশ্বকাপজয়ী তারকার দুরন্ত পারফরমমেন্সের সুবাদেই রিয়াল জিতল ৩-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডের আগে যা স্বস্তি দিল কার্লো আনসেলোত্তিকে। লা লিগায় বার্সেলোনার কাছে লজ্জার হার হারতে হয়েছিল এমবাপেদের। লামিন ইয়ামালরা নাস্তানাবুদ করে দিয়েছিল রিয়াল ডিফেন্সকে।গোলের পর জার্সির ভিতর বল ঢুকিয়ে অভিনব সেলিব্রেশনও করেন এমবাপে।
লিগের পয়েন্ট তালিকায় অ্যাতলেতিকো মাদ্রিদের থেকে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৪৯। প্রতিপক্ষ ভালাদোইদ দল ২১ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলটি করেন এমবাপে। ৫৭ মিনিটে আসে তাঁর দ্বিতীয় গোল। ম্যাচের অন্তিম লগ্নে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের নায়ক কিলিয়ান এমবাপে বললেন, ‘আমি হ্যাটট্রিক করতে পেরে খুবই খুশি, তবে দল জেতায় আরও বেশি খুশি। আমাদের জন্য এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল। যাতে আমরা অ্যাতলেতিকোর ওপর একটু চাপ তৈরি করতে পারি, সঙ্গে এগিয়েও থাকতে পারি। এখন দলের সঙ্গে ভালো বোঝাপড়া হয়ে গেছে, সেটা খেলাতেও বোঝা যাচ্ছে। এখনও অনেকটা পথ বাকি। ৩৮ রাউন্ড পর্যন্ত খেলা হবে’।
ভিয়ারিয়ালের সঙ্গে অ্যাতলেতিকো ড্র করায় সুবিধা হয় আনসেলোত্তির দলের। ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারেননি কার্ড সমস্যায়। ম্যাচের শুরুর দিকে রিয়ালের গোলে একটি শট সেভ করে দেন কুর্তোয়া। প্রতিরোধ বলতে রিয়ালের বিরুদ্ধে ওইটুকুই গড়ে তোলে তাঁরা। এই নিয়ে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচে গোল করে লা লিগায় এমবাপের ১৫ গোল।