February 11, 2025

মহম্মদ সামি রিজার্ভ বেঞ্চে? দ্বিতীয় টি-২০ ম্যাচের সম্ভাব্য একাদশ

0
Mahammad sami

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ভারতের সম্ভাব্য একাদশ। একটি ম্যাচে দাপুটে জয় । পরবর্তী ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার প্রবণতা দলে। ভারতও ব্যতিক্রমী নয়। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে নিখুঁত ক্রিকেট উপহার দেয় টিম ইন্ডিয়া। ক্রিকেটের তিন বিভাগেই ইংল্যান্ডকে টেক্কা দিয়ে অসাধারণ জয় তুলে নেয় ভারতীয় দল। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বিশেষ রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে পিচের চরিত্র ও পরিবেশ-পরিস্থিতির নিরিখে কম্বিনেশনে বদল হতেও পারে। ভারত একই একাদশ নিয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবে এমন কোনও নিশ্চিয়তা নেই।

ভারতের ব্যাটিং লাইনআপে বদল হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজ থেকেই ভারতের ব্যাটিং লাইনআপ পরীক্ষিত। ওপেনে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনের মাঠে নামা নিশ্চিত। তিনে ও চারে সূর্যকুমার ও তিলক বর্মা নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের মিডল অর্ডারে জায়গা পাকা। চেন্নাইয়ের পিচে স্পিনারদের সহায়ক। ভারতের অক্ষর-বিষ্ণোই-বরুণের স্পিন ত্রিফলা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহম্মদ সামিকে যাচাই করার প্রসঙ্গে বোলিং লাইনআপে এক বদল করতে পারেন সূর্যকুমার যাদবরা। অল-রাউন্ডার নীতীশ রেড্ডিকে বসিয়ে সামিকে খেলানোর বিকল্প রয়েছে ভারতের। চেন্নাইয়ের পিচ তেমন স্পিন সহায়ক না। শিশির সমস্যার জন্য পরের দিকে স্পিনারদের জন্য পরিস্থিতি প্রতিকূল হলে রবি বিষ্ণোইকে বসিয়ে ভারত সামিকে মাঠে নামাতে পারে। নীতীশ রেড্ডির জায়গায় স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে ভারত।

দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), নীতীশ রেড্ডি/মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed