February 11, 2025

২০ বছরের সম্পর্কে ইতি টানার পথে শেহবাগ?‌বিবাহবিচ্ছেদের পথে বীরেন্দ্র সহবাগ এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত

0
Sehawag

কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বীরেন্দ্র শেহবাগ এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত। ২০০৪ সালে বিয়ে হয়েছিল বীরেন্দ্র শেহবাগ এবং আরতি আহলাওয়াতের। কিছু দিনের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে পারে। ভারতের প্রাক্তন ক্রিকেটার শেহবাগ পরিচিত ছিলেন তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ভারতের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে খেলেছেন দাপটে। ২০০৭ সালে সহবাগ এবং আরতির প্রথম সন্তান আর্যবীরের জন্ম। আর্যবীর বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছেন। ২০১০ সালে শেহবাগের দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম। দীর্ঘ ২০ বছরের বৈবাহিক সম্পর্কের এ বার ইতি হতে চলেছে।

দীপাবলির সময় সমাজমাধ্যমে ছবি পোস্টে শেহবাগ স্ত্রীর কোনও ছবি দেননি। সন্তান এবং মায়ের ছবি দিয়েছিলেন। সপ্তাহ দুয়েক আগে বিশ্ব নাগাক্ষি মন্দিরেও শেহবাগের সঙ্গে আরতিকে দেখা যায়নি। সহবাগ বা তাঁর স্ত্রী এখনও তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি এখনও। ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসরের পর থেকে কখনও কোচিং করিয়েছেন, কখনও ধারাভাষ্য দিয়েছেন। নাডার সদস্যও ছিলেন। ব্যক্তিগত জীবন কখনওই খুব বেশি সকলের সামনে আসেনি শেহবাগ। আরতির জন্ম নয়াদিল্লিতে। লেডি ইরউইন সেকেন্ডারি স্কুল এবং ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনার পর কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রি কলেজে। ২০০০ সাল থেকে শেহবাগের সঙ্গে সম্পর্ক আরতির। ২০০৪ সালে অরুণ জেটলির বাসভবনে বিয়ে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed