February 11, 2025

‌বাঁশের ব্যারিকেডে উঠলেন মমতা!‌ জনতার সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী!

0
Mamata

ফিটনেস দেখে তাজ্জব সকলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস। দিনভর স্বল্পাহার, কঠোর পরিশ্রম, কয়েক কিলোমিটার হাঁটা। উনসত্তর বছর বয়সেও প্রায় নীরোগ থেকে দৌড়ঝাঁপ করে কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা সত্যিই ঈর্ষণীয়। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর জনসংযোগ করতে বেরিয়ে অন্য রূপে মুখ্যমন্ত্রী। ফিটনেস দেখে তাজ্জব।

বাঁশের ব্যারিকেডের উপর উঠে আরেকটি বাঁশে ভর দিয়ে ওপারে আমজনতার সঙ্গে হাত মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী! চারদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ডুয়ার্স থেকে পালন করার কথা বলেছিলেন। মঙ্গলবার আলিপুরদুয়ারে হাজির ছিলেন। বুধ ও বৃহস্পতিবার সেখানে ছিলেন।

হাসিমারায় সুভাষিণী চা বাগান এলাকায় নেতাজির জন্মজয়ন্তী পালনের রাস্তায় নামেন জনসংযোগ করতে। জেলা সফরে তাঁর নিয়মিত রুটিন অনুযায়ী। নিরাপত্তার স্বার্থে বাঁশ দিয়ে তিন ধাপের ব্যারিকেড তৈরি হয়েছিল। ওপারে অগণিত জনতার ঢল।

সকলেই মমতাকে একবার ছুঁতে চান। ওপার থেকে ‘‌দিদি দিদি’‌ ডাক শুনে আবেগে ভেসে গেলেন। তারপর একলাফে বাঁশের ব্যারিকেডের প্রথম ধাপে উঠে পড়লেন মুখ্যমন্ত্রী। তারপর দ্বিতীয় ধাপে একহাতে ভর রেখে আরেক হাত বাড়িয়ে দিলেন জনতার দিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed