February 11, 2025

সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা!‌ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস

0
Netaji

দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশে সাজো সাজো রব। আত্মশক্তিবলে ইংরেজদের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ে তাঁর ত্যাগ আজও দেশবাসীর অনুপ্রেরণা। ২০২৫ এর ২৩শে জানুয়ারী তাঁর ১২৮ তম জন্মবার্ষিকী। ১৮৯৭ সালে কটকে জন্মগ্রহণ সুভাষ চন্দ্র বসুর। দেশমাতার এই বীর সন্তানের বহু বার্তাই জীবনের নানান সংগ্রামে আমাদের পথচলার পাথেয় হয়ে রয়েছে। দেখা যাক, নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অবিস্মরণীয় বাণী ও উক্তি।

দেশের বরেণ্য সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর অমর উক্তি

১) জীবনের পথ গঠনে নেতাজির বার্তা -‘মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা।’

২) দেশমাতৃতার স্বাধীনতার লড়াইয়ে নেতাজির স্লোগান ছিল, তুমি আমাকে রক্ত ​​দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।

৩) আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক।

৪) কোনও বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।

৫) ‘আমাদের যাত্রা যতই ভয়ঙ্কর, বেদনাদায়ক এবং খারাপ হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে, এই মন্ত্র লড়াইয়ের বীজ বোনে জীবনের সকল ক্ষেত্রে।

৬) নেতাজি বলছেন,’যদি কখনও মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন।

৭) ‘সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না।’

৮) স্বাধীনতা সংগ্রামে তাঁর বার্তা- ‘মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা ক্রয় যায় না। আমাদের আত্মশক্তিতে বলিয়ান থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।’

৯) ‘সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিতও নয়’।

১০) উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed