February 11, 2025

কালীঘাটে গিয়ে পুজো দিলেন গুরু গম্ভীর, মাকে লাল পাড় শাড়ি দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ

0
Gautam Gambhir

টিম ইন্ডিয়ার দুঃসময় কাটাতে মা কালীর দ্বারস্থ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে কালীঘাটে গিয়ে পুজো গম্ভীরের। বুধবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলতে নামবে টিম ইন্ডিয়া। গম্ভীরের জন্য এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট ফরম্যাটে একের পর এক হারে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। টেস্ট ফরম্যাটের কোনও ক্রিকেটারই টি-২০ দলে না থাকলেও গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ একই। ইডেনে জয়ে ফিরতে মরিয়া গম্ভীর। ম্যাচের ২৪ ঘণ্টা আগে কালীঘাটে মা কালীর দ্বারস্থ হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বিখ্যাত বিপণী থেকে লাল-পাড় সাদা শাড়ি নিয়ে কালীঘাটে গিয়েছিলেন গম্ভীর। মায়ের মূর্তি নিয়ে ফেরেন। টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের জন্য মা কালীর একটি করে ছবি উপহার হিসাবে নিয়েছেন ভারতীয় কোচ।

গম্ভীরের মা কালীর দ্বারস্থ টিম ইন্ডিয়ার হেড কোচ পদে গম্ভীরের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, তারপর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও সিরিজ হার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ না পাওয়া, প্রবল চাপে গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করে দেখাতে না পারলে কোচ গম্ভীরকে যে ছাঁটাই স্পষ্ট। ভাগ্যবদলের চেষ্টায় গৌতি। কলকাতার সঙ্গে অবশ্য গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। নাইটদের আইপিএল ট্রফি দিয়েছেন। ইডেন গম্ভীরের জন্য পয়া। পয়া ম্যাচে গম্ভীরের ভাগ্যবদল?‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed