সংহতি ট্রফি চ্যাম্পিয়ান চন্দননগর বয়েজ স্পোর্টিং, ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন অভিষেক ডালমিয়া

রবিবাসরীয় সকাল থেকেই মাঠ জুড়ে সাজো সাজো রব। ক্রিকেটীয় আবহে প্রতি বছরই থাকে তারকা ক্রিকেটারের উপস্থিতি। ২০২৫ ব্যাতিক্রম হল না। ক্রিকেট সারাদিন। মেতে আবালবৃদ্ধবণিতা। মাঠের বাউন্ডারি রেখা জুড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় প্রচুর ক্রিকেট ফ্যান। পূর্ব সাতগেছিয়া সংহতি পরিচালিত সংহতি ট্রফি।

চ্যাম্পিয়ন চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব। এই নিয়ে টানা তৃতীয়বার শিরোপা। সাতগাছিয়া বড় মাঠে ফাইনালে পরাজিত করল সাউথ ক্যালকাটা স্পোর্টসকে। টস জিতে ব্যাট করতে নেমে চন্দননগর ২০ ওভারে ৪ উইকেটে ২৯৪ রান তোলে। ম্যাচের সেরা অর্জুন কুমার ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত।

তন্ময় প্রামাণিক ২৩ বলে ৬৪ রান ও শুভম দে ২১ বলে ৫৮ রান করেন। শৈলেশ যাদব নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দীপক প্রসাদ ৪৩ বলে ১১৮ রান করেন। দীপকের শতরান সত্ত্বেও সাউথ ক্যালকাটা ১৯.১ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায়। অখিলেশ যাদব তিনটি, রাজকুমার পাল ও ফৈজান আলম নেন ২টি করে উইকেট।

অর্ণব নন্দী, আকাশ দাস ও তীর্থঙ্কর ভাণ্ডারী ১টি করে উইকেট পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।

বাংলার ক্রিকেট সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া আয়োজকদের উদ্বুদ্ধ করার পাশিপাশি ব্যাক্ত করলেন স্থানীয় ক্রিকেট থেকেই আগামী দিন উঠে আসবে অনেক প্রতিভা।