February 11, 2025

অনূর্দ্ধ ১৯ মেয়েদের টি-‌২০ বিশ্বকাপ, ১৮ জানুয়ারি থেকে শুরু টুর্নামেন্ট মালয়েশিয়ায়

0
U19 Womens World Cup

২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সতেরো বছর পর ফের বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজনে মালয়েশিয়া। পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল মালয়েশিয়া। এবার ২০২৫ মহিলা অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু জানুয়ারি ১৮ তারিখ থেকে। প্রথম সংস্করণটি জিতেছিল ভারত। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় শেফালি বর্মার নেতৃত্বে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ান। শেফালি বর্মা এবং রিচা ঘোষ ভারতের অধিনায়ক এবং সহ-অধিনায়ক ছিলেন প্রথম সংস্করণে।২০২৫ সংস্করণে টুর্নামেন্টটি ১৮ জানুয়ারি শুরু। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ প্রথম দিনেই খেলবে। নাইজেরিয়া এবং সামোয়া ম্যাচদিয়ে শুরু। দুই দলের জন্য প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেমিফাইনাল ৩১ জানুয়ারি এবং ফাইনাল ২ ফেব্রুয়ারি।

টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। জিম্বাবোয়ে এবং আফগানিস্তান বাদে বাকি সব দশটি পূর্ণ সদস্য দল নিজেদের যোগ্যতা অর্জন করেছে প্রথম সংস্করণের ফলাফলের ভিত্তিতে। মালয়েশিয়া সরাসরি প্রবেশাধিকার পেয়েছে। মহাদেশীয় যোগ্যতা অনুসারে বাকি পাঁচ দেশ নেপাল (এশিয়া), যুক্তরাষ্ট্র (আমেরিকা), নাইজেরিয়া (আফ্রিকা), সামোয়া (এশিয়া প্যাসিফিক) এবং স্কটল্যান্ড (ইউরোপ)। সামোয়া, মালয়েশিয়া, নেপাল এবং নাইজেরিয়া তাদের প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবে। ২০২৩ সালের অংশগ্রহন করা রুয়ান্ডা, জিম্বাবোয়ে, ইউএই এবং ইন্দোনেশিয়া এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে পারেনি।

পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মহিলাদের এই টুর্নামেন্ট টি-২০ ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে। ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হবে – এ,বি,সি, এবং ডি প্রতিটি দল নিজেদের গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল (মোট ১২টি দল) সুপার সিক্সে যাবে। টুর্নামেন্টটি মালয়েশিয়া এবং থাইল্যান্ড যৌথভাবে আয়োজন করার পরিকল্পনা করেছিল। আইসিসি টুর্নামেন্টটি মালয়েশিয়ায় করার কারণ থাইল্যান্ডের স্টেডিয়ামগুলো টুর্নামেন্টের আয়োজনের জন্য যথাযথ ছিল না। টুর্নামেন্টে ম্যাচগুলোর চারটি ভেন্যু হল বায়ুয়েমাস ওভাল এবং ইউকেএম ওয়াইএসডি ওভাল, সেলাঙ্গর জেএসিএ ওভাল, জোহর এবং বোর্নিও ক্রিকেট গ্রাউন্ড, সারাওয়াক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed