February 11, 2025

ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে সায় কেন্দ্রের!‌শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারকে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা

0
IISRO

আবারও এক মহাকাশ অভিযানে শামিল ভারত। বিশ্বের একাধিক দেশকে দিশা দেখাচ্ছে ভারত। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। মোদী মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।

এই প্রকল্পে খরচ ৩,৯৮৪.৮ কোটি টাকা। দেশের মহাকাশ গবেষণার বিরাট সাফল্য, এমনকি নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেলের ক্ষেত্রেও বিরাট সুবিধা হতে পারে।

২০৩৫সালের মধ্যে ভারত নিজের স্পেস স্টেশন তৈরি করতে চাইছে। ২০৪০ সালের মধ্যে চাঁদের অভিযানে সাফল্য লাভ করতে তৎপর ভারত। নতুন লঞ্চপ্যাডটি দ্বিতীয় লঞ্চ প্যান্ডের পাশাপাশি একটা বিকল্প। কোনও সমস্যা হলে এই তৃতীয় লঞ্চপ্যাডটি ব্যবহার করা যাবে। ৪৮ মাস অথবা চার বছরের মধ্য়েই এই তৃতীয় লঞ্চ প্যাডটি তৈরির ব্যাপারে টার্গেট নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই লঞ্চ প্যাডটির দিকে তাকিয়ে আছেন অনেকেই। ভারতের মহাকাশ বিজ্ঞানে আরও উন্নতির সিঁড়ি হতে পারে এই তৃতীয় লঞ্চ প্যাড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed