February 11, 2025

ভেঙে দুটুকরো হয়ে যাবে ভারত! দাবি গবেষকের, ভারতীয় প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি

0
Tectonic plate movements

সম্প্রতি তিব্বতে ভূমিকম্পে আলোচিত টেকটনিক প্লেট। ভূতাত্ত্বিকরা বলছেন, ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কাই ক্রমশ জোরদার। লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে ভারতের মানচিত্র থেকে। বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।

চিনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। পরীক্ষায় স্পষ্ট, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই। গবেষকরা বলছেন, গবেষণা আরও এগোলে তাঁরা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া গেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed