February 17, 2025

সোনালি টুপি অনীক,সত্যজিৎ, অতনুর!‌ সারেগামাপা-র ৩ জনই কি ফাইনালিস্ট?

0
Sa re ga ma pa

ফেব্রুয়ারির শেষে, বা মার্চের শুরুতেই শেষ হয়ে যাবে জি বাংলা সারেগামাপা ২০২৪। রাঘব চট্টোপাধ্যায়ের পোস্ট থেকে ফাইনালিস্ট নিয়ে জল্পনা। সোনালি গ্যাজুয়েশন হ্যাট মাথায় অনীক, সত্যজিৎ ও অতনুকে। সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের ব্যাকস্টেজ থেকে ছবি শেয়ার করেন রুক্মিণী মৈত্র। গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করে এদিন রাঘব লেখেন, ‘কৃতজ্ঞতায় ভরা হৃদয় এবং চিরকাল মনে রাখার মতো স্মৃতি দিয়ে এই সুন্দর অধ্যায়টি শেষ করছি। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়া কোনো জাদুর থেকে কম নয়- তাদের বেড়ে উঠতে এবং উন্নতি করতে দেখা সবচেয়ে ফলপ্রসূ অভিজ্ঞতা। এখানের হাসি, শিক্ষা এবং ভালোবাসা যা প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তুলেছে।’

সোনালি টুপি মাথায় অনীক, সত্যজিৎ ও অতনু। এই ধরনের টুপিকে সাধারণত গ্র্যাজুয়েশান হ্যাট বলে। ৩ প্রতিযোগী ফাইনালে পৌঁছেছেন, তাই শুধুমাত্র তাঁদের মাথাতেই এই বিশেষ টুপি উঠেছে। আরাত্রিকা, বনশ্রী, দেয়াশিনীদের দেখা যায়নি। অন্তত ৫-৬জন পৌঁছবে ফাইনালে। চলতি বছরে কোন মেন্টর ছিল না সারেগামাপাতে। আছেন ৮ জন বিচারক। সারেগামাপার ৮ বিচারক শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল। সারেগামাপা-র ফলাফলের দিকে তাকিয়ে বাংলা। ফেব্রুয়ারির শেষে, বা মার্চের শুরুতেই এই রিয়েলিটি শো-র বর্তমান সিজনের পথচলা শেষ বতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed