February 17, 2025

কড়া নিয়ম চাইছেন গম্ভীর!‌ ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন?‌

0
Virat

ফিটনেস নিয়ে পুরনো সিস্টেমে ফিরতে পারে ভারতীয় বোর্ড। বিরাট অধিনায়ক পদ থেকে সরার পর যে Yo Yo টেস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত ফেরানো হতে পারে। টিম বাসে যাওয়া, স্ত্রী-বান্ধবীদের ১৪ দিনের বেশি থাকতে না দেওয়া, ১৫০ কিলোর বেশি মালপত্রের ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি খরচ বহন করবেন ক্রিকেটারই। ভারতীয় ক্রিকেটে সংস্কারের জন্য বিভিন্ন বিষয় আগামী দিনে চালু করা হতে পারে। বোর্ডের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় ভারতীয় দলে একাধিক নতুন নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে হারের পর তা আবার ফিরতে চলেছে। কোচ গৌতম গম্ভীরেরও সায় রয়েছে।

কোহলি অধিনায়ক থাকার বেশির ভাগ সময়টাই রবি শাস্ত্রী ভারতের কোচ ছিলেন। সেই সময়ে ফিটনেসের উপরে জোর দেওয়া হয়েছিল। ইয়ো-ইয়ো পরীক্ষায় পাশ করলে তবেই জাতীয় দলে সুযোগ মিলত। এখন আর ভারতীয় দলে সেই পরীক্ষা হয় না। ফলে অনেক ক্রিকেটারই কম ফিটনেস থাকা সত্ত্বেও জাতীয় দলে ঢুকে পড়েন। তা আর হবে না। অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক সিরিজ়‌গুলিতে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক্যাচ বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ক্রিকেটারের শ্লথতা স্পষ্ট। সেই জিনিস যাতে না হয় তার জন্য কড়া নিয়ম চাইছেন গম্ভীর। কোহলির আমলের ফিটনেস পরীক্ষাগুলি ফিরতে পারে।

লাগাতার চোট সমস্যায় ভুগছেন ভারতীয় ক্রিকেটাররা। এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে বুমরাহ। কুলদীপ যাদবের চোট নিয়েও ধোঁয়াশা রয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মহম্মদ সামি। চোটের জন্য দুটি টেস্ট খেলে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে খেলতে পারলেন না আকাশদীপ। ওয়াশিংটন সুন্দর মাঝে মাঝেই মাঠের বাইরে থাকছেন। জাতীয় দলের একাধিক ক্রিকেটার হয়তো চোট না পেলেও ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed