February 11, 2025

‘‌কাজটা মোটেই ঠিক হল না, সবটা…ই সাজানো’‌?‌ইন্ডিয়ান আইডল থেকে বাদ বাংলার সৃজন! ক্ষিপ্ত অনুরাগীরা

0
Srijan Porail

চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর চতুর্থ এলিমিনেশন। বাদ পড়লেন এবারের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সৃজন পোড়েল। এই বাদ পড়া মোটেই ভালো ভাবে নেননি তাঁর অনুরাগী এবং দর্শকরা। চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর চতুর্থ এলিমিনেশন রাউন্ডে বাদ পড়লেন এবারের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সৃজন পোড়েল। তাঁর এই বাদ পড়া মোটেই ভালো ভাবে নেননি তাঁর অনুরাগী এবং দর্শকরা।

ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে বাংলার ছেলে সৃজন পোড়েল রক অন ছবি থেকে টাইটেল ট্র্যাক গানটি গেয়েছিলেন। পারফরমেন্স বিচারকদের ভালো লাগলেও, কিছু জায়গায় ভুল ভ্রান্তিগুলো ধরিয়েও দেন বিচারকরা। সপ্তাহে যে তিন প্রতিযোগী সব থেকে কম নম্বর পেয়েছেন তাঁদের অন্যতম ছিলেন সৃজন। এবার রিয়েলিটি শোয়ের নিয়ম অনুযায়ী এই তিনজনের প্রাপ্ত ভোটের নিরিখে যে সব থেকে কম ভোট পাবে সে এলিমিনেট হতো। ভোটের সংখ্যার নিরিখেই এই সপ্তাহে শো থেকে বাদ পড়েন সৃজন। আরও যে দুজন সব থেকে কম নম্বর পেয়েছিলেন, শুভজিৎ এবং রীতিকা। সপ্তাহের সেরা পারফরমেন্সের খেতাব জয় করেন মানসী ঘোষ। মানসী ঘোষ পারফরমেন্সের জোরেই ললিত পণ্ডিতের শোতে প্লেব্যাক করেন।

সৃজন বাদ পড়ায় তাঁর অনুরাগীরা মোটেই খুশি হননি। প্রত্যেকেই লেখেন, ‘‌এঁদের সব আগে থেকেই সেট করা থাকে। কাজটা মোটেই ঠিক হল না। এবারের অন্যতম ভালো গায়ক ছিল। কী ভালো লাগত ওঁর গান শুনতে।’‌ ইন্ডিয়ান আইডল সিজন ১৫। ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed