আট বছর ধরে ভারতীয় দলে ব্রাত্য করুণ নায়ার? বিজয় হাজারেতে সেঞ্চুরির নয়া রেকর্ড বিদর্ভর অধিনায়কের

প্রায় আট বছর তিনি জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে রানের গতি কমেনি। বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়লেন করুণ নায়ার। অনবদ্য সেঞ্চুরি করে বিদর্ভকে সেমিফাইনালে তুলেছেন। বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভ দলের অধিনায়ক। কোয়ার্টার ফাইনালে রাজস্থানের ২৯১ রান তাড়া করতে নেমে করুণ ১২২ রান করেন। অন্যদিকে ধ্রুব শোরেও অপরাজিত থাকেন ১১৮ রানে। ৯ উইকেটে ম্যাচ জেতে বিদর্ভ। বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল করুণের। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান- ১১২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২। অপরাজিত থাকায় গড় ৬৬৪!
https://x.com/prasannalara/status/1878403033052377131?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1878403033052377131%7Ctwgr%5E98dff7a626a51cd574144d6db8dc0676065ba683%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fkarun-nair-equals-record-feat-in-vijay-hazare-trophy-in-bid-to-revive-india-career%2F
বিজয় হাজারে ট্রফিতে এর আগে একটি মরশুমে পাঁচটি সেঞ্চুরি ছিল নারায়ণ জগদীশনের। সেই রেকর্ড স্পর্শ করলেন ৩৩ বছর বয়সি করুণ। দীর্ঘদিন কর্ণাটকের হয়ে খেলার পর ২০২৩ সাল থেকে বিদর্ভের হয়ে খেলা শুরু করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “প্রায় ৬-৭ মাস আমি কোনও ক্রিকেট খেলতে পারিনি। তারপরই বিদর্ভে চলে আসি।
https://x.com/ManojTiwariIND/status/1878789917947662382?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1878789917947662382%7Ctwgr%5E98dff7a626a51cd574144d6db8dc0676065ba683%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fkarun-nair-equals-record-feat-in-vijay-hazare-trophy-in-bid-to-revive-india-career%2F
আমি প্রচুর রান করতে চাইছিলাম। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।” ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশতরান রয়েছে। বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর করুণকে দলে ফেরানোর বার্তা ক্রমশ জোরদার।