February 17, 2025

আইপিএল, ফাইনালই দিনক্ষণ স্থির!‌ আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল বিসিসিআই

0
IPL

২০২৫-র আইপিএল কবে শুরু? দিনক্ষণ জানিয়ে দিলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন ফাইনালের তারিখ। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়েও জল্পনা উসকে দেন। ২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল ২৬ মে। চ্যাম্পিয়ন কেকেআর। এই বছরের আইপিএল শুরু ২১ মার্চ। ফাইনাল ২৫ মে। বোর্ডের মিটিংয়ের পর আইপিএলের দিন ঘোষণা করে দিলেন রাজীব শুক্লা। প্রথমে ভুল করে ২৩ মার্চ জানালেও পরে সংশোধন করেন। এক বছরের জন্য আইপিএলে নতুন কমিশনার নিয়োগ করা হবে।

আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ডের পরবর্তী মিটিং ১৮ ও ১৯ জানুয়ারি। আলোচনার মূল বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। দুবাইয়ে আইসিসি-র প্রতিযোগিতার জন্য কারা যাবেন তার সিদ্ধান্ত। আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে এখনও মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা চলছে। আইপিএলের মহা নিলাম চলেছে দুদিন। টানটান দর কষাকষিতে উড়েছে ৬৪০ কোটি টাকা। বিক্রিত হ১৮২ জন প্লেয়ারের মধ্যে ৬২ জন বিদেশি। রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দশ দলের মহা মোকাবিলা শুরু ২১ মার্চ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed