বঙ্গে বজায় থাকবে শীতের আমেজ! পারদের ওঠা-নামায় ঠান্ডা কলকাতায়

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে আরও নীচে নামবে তপমাত্রার পারদ।কয়েকদিন পর কলকাতায় ফের সর্বনিম্ন পারদ ১৩ ডিগ্রি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঠান্ডা কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলায়।
উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পঙে। পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ১৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলেই আপাতত জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফের কিছুটা নিম্নমুখী হবে ২ দিন পরই। উত্তরবঙ্গেও সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরের জেলাগুলিতে ১৩ তারিখ ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়। ১৩ তারিখ উত্তরের দার্জিলিঙ জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। উত্তরের সব জেলা আগামী ১৮ তারিখ পর্যন্ত শুষ্ক। ১৩ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রির ঘরে। ১৪ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রি এবং ১৫ তারিখ তা ফের হতে পারে ১৩ ডিগ্রি। ১৬ এবং ১৭ তারিখ শহরের সর্বনিম্ন পারদ হতে পারে ১৩ ডিগ্রি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে আশা।