February 11, 2025

ভারতের টি২০ দলে মহম্মদ সামির প্রত্যাবর্তন, ৪৩১ দিন পর ইডেনেই ভারতের জার্সিতে নামবেন বাংলার পেসার

0
Mahammad Sami

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন বাংলার পেসারের। নজর ছিল মহম্মদ সামির দিকে। ভারতীয় দলে ফেরা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন সামি ফ্যানেরা। শেষ পর্যন্ত ফিরলেন সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন সামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন বাংলার পেসারের। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম একাদশে সামিকে দেখা যাবে। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সামি। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হজারে ট্রফি খেলেছেন। ভারতের কুড়ি-বিশের দলেও ফিরলেন।

ফিটনেস নিয়ে আর সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার। ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তাঁর। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তা ছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শামিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা তাড়াহুড়ো না করে শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন। সেই প্রতিযোগিতার দল ঘোষণার আগে শামি এনসিএর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন অজিত আগরকরেরা। তাই তাঁকে ইংল্যান্ড সিরিজ়ের দলে নেওয়া হয়েছে।

সামির ফেরার মতোই চমক ঋষভ পন্থের দলে না থাকা। প্রথম উইকেটরক্ষক হিসাবে দলে ফর্মে থাকা সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল রয়েছেন জিতেশ শর্মার বদলে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ। ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি চেন্নাইয়ে। ২৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে। ৩১ জানুয়ারি পুণেয় চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে পঞ্চম টি-টোয়েন্টি।

ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed