January 16, 2025

‘আমিও মানুষ, দেবতা নই’, নরেন্দ্র বার্তা!‌ ‘নন বায়োলজিক্যাল’ মোদিই বলেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তাঁর শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত

0
Narendra Modi

জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তাঁর শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তাঁর মধ্যে। লোকসভা ভোটের আগে এই কথাগুলি বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। মোদিই বললেন, তিনিও আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। কোনও ঈশ্বর নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শিল্পপতির পডকাস্টে অতিথি হিসাবে অংশ নিয়েছেন। জেরোধা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের ওই পডকাস্টের প্রাথমিক ঝলক প্রকাশ্যে এসেছে। পডকাস্টেই প্রধানমন্ত্রী বলেন, “আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই। মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ভাষণ অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।” ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

প্রধানমন্ত্রীর দাবি করেছিলেন, তিনি পরমেশ্বরের কৃপাধন্য। এমনকী তাঁর জন্মও আর পাঁচটা সাধারণ মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় হয়নি। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।” প্রধানমন্ত্রী জানতেন, তাঁর এই মন্তব্য অনেকেই অপব্যাখ্যা করবে। ভালোভাবে নেওয়া হবে না। সেটাও উল্লেখ করেন ওই সাক্ষাৎকারে। কংগ্রেস-সহ বিরোধীরা মোদিকে ‘নন বায়োলজিক্যাল’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছে। সদ্য পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কটাক্ষেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed