দাবানলে ক্যালিফোর্নিয়া জ্বলছে টানা, গোটা শহরে আগুন নেভাতে মিলছে না জল!
![Fire in forest](https://rknewz.com/wp-content/uploads/2025/01/3a-53.jpg)
বেড়ে চলেছে মৃত্যুমিছিল। আগুনের গ্রাসে অন্তত ১০ হাজার বাড়ি। পরিস্থিতি ভয়াবহ। আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জল মিলছে না। বিধ্বংসী আগুনে ভয়ঙ্কর পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায়। আগুনে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার ছবি মনে হবে শহরের উপর কেউ যেন বোমা ফেলেছে। সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জ্বলছে ক্যালিফোর্নিয়া। মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পুড়ে গিয়েছে অন্তত ১০ হাজার বাড়ি। আমজনতার পাশাপাশি গৃহহীন হলিউড তারকারাও। ১ লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নানা এলাকা থেকে। জরুরি অবস্থা জারি। চলছে আগুন নেভানোর চেষ্টা।
প্রকাশ্যে একাধিক স্যাটেলাইট ছবিতে স্পষ্ট গোটা শহরের প্রত্যেকটি বাড়ি পুড়ে ছারখার। দাউদাউ করে জ্বলছে বাড়ি-সহ অন্যান্য জায়গাগুলি। আগুন নেভাতে গিয়ে বিপদে পড়ছেন দমকলকর্মীরাও। পর্যাপ্ত পরিমাণে জল মিলছে না। যে গতিতে আগুন ছড়াচ্ছে, তা মোকাবিলা করতে যত জলের দরকার, সেটার যোগান পাচ্ছেন না দমকলকর্মীরা। ফলে আগুন নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতে। আহতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জখম বহু দমকলকর্মী ও উদ্ধারকারী। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে দাবানল আরও তীব্র আকার নিচ্ছে বলে মত প্রশাসনের। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবু ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের উৎপত্তি।