January 16, 2025

ফুটবল মাঠে মুখোমুখি পিতা-পুত্র, বাবার বয়স ৩৯, প্রতিদ্বন্দি ছেলের ১৮,

0
Dad and son

ইয়ং ক্লাব ফুটবলে এখনও খেলছেন এভার্টনের হয়ে। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার এ বার খেলতে পারেন তাঁর ছেলে টাইলের ইয়ংয়ের বিরুদ্ধে। এফএ কাপে নামছেন অ্যাশলে ইয়ং এবং তাঁর ছেলে টাইলের ইয়ং। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অ্যাশলে ইয়ং। ক্লাব ফুটবলে এখনও খেলছেন এভার্টনের হয়ে। এফএ কাপে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার এ বার খেলতে পারেন তাঁর ছেলে টাইলের ইয়ংয়ের বিরুদ্ধে।

২০১৬ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ জিতেছিলেন ইয়ং। ফুটবলার হিসাবে আরও অনেক ট্রফি আছে। ছেলের বিরুদ্ধে মাঠে খেলতে নামাটা সব ট্রফির চেয়ে বড় বলেই মত ইয়ংয়ের। তিনি বলেন, “আমি বার বার বলে এসেছি যে, ছেলের সঙ্গে বা বিপক্ষে খেলতে পারাটাই হবে আমার জীবনের সেরা সাফল্য। যদি এমনটা হয় তা হলে দারুণ ব্যাপারে হবে। আমি চাই এমনটা হোক।”ইয়ংয়ের বয়স ৩৯ বছর। তাঁর ছেলে টাইলেরের বয়স ১৮ বছর। খেলেন মিডফিল্ডে। তৃতীয় ডিভিশনের দল পিটারবরোতে গত বছর যোগ টাইলের। এফএ কাপে এভার্টনের বিরুদ্ধে খেলা টাইলেরের দলের। বাবা বনাম ছেলের ম্যাচ ইংল্যান্ডে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed