February 11, 2025

বিবাহ বিচ্ছেদের জ্বালায় জর্জরিত চাহাল, বিজয় হাজারেতে উপেক্ষিত যযুবেন্দ্র, সুবিধা বাংলার?

0
Jajuvendra

বিজয় হাজারে ট্রফিতে উপেক্ষিত চাহাল। বাংলার বনাম হরিয়ানা বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনাল। এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে জায়গা পাওয়া কষ্টসাধ্য বিষয় যুজবেন্দ্র চাহালের কাছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এবার রাজ্য দলেও উপেক্ষিত তারকা স্পিনার। বিজয় হাজারে ট্রফির নক-আউট রাউন্ডের জন্য হরিয়ানার লিস্ট-এ দলে জায়গা হয়নি চাহালের। চাহালকে এর আগে বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের জন্যও বেছে নেওয়া হয়নি। চাহালকে ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানা গ্রুপ লিগের সাত ম্যাচে ছয়টি জয় তুলে নেয়। ২৪ পয়েন্ট সংগ্রহ করে এ-গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে নক-আউটের টিকিট নিশ্চিত করে।

বৃহস্পতিবার বাংলার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানার হয়ে মাঠে নামা হয়নি যুজির। প্রি-কোয়ার্টারের আগে হরিয়ানার নির্বাচকরা স্কোয়াডে কিছু রদবদল করেন তবে সাদা বলের বিশেষজ্ঞ চাহাল ফের বঞ্চিত। যুজবেন্দ্র চাহাল না খেলায়, বিজয় হাজারের প্রি-কোয়ার্টারে বাংলার সুবিধা হয় সন্দেহ নেই। হরিয়ানা ক্রিকেট সংস্থার এক কর্তা স্পষ্ট করে দেন যে, চাহালের বাদ পড়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যার কোনও সম্পর্ক নেই। ক্রিকেটীয় কারণেই দলে রাখা হয়নি যুজিকে। হরিয়ানা ক্রিকেট সংস্থার কর্তা এক্ষেত্রে বলেন, ‘আমরা ওর (চাহালের) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা ভবিষ্যতের দিকে নজর রেখে কয়েকজন তরুণকে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি। লেগ-স্পিনার অল-রাউন্ডার পার্থ বৎসকে আমরা এই মঞ্চটাকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি।’

যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এখন তুঙ্গে। ব্যক্তিগত জীবনের এই সমস্যা যদি যথার্থ হয়, তবে ক্রিকেট মাঠে নিজেকে ব্যস্ত রেখে অন্যদিকে মন ঘোরানোর সুযোগ হয়নি চাহালের। ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ডাক্তার-কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার ডিভোর্সের খবরে জল্পনা রীতিমতো তুঙ্গে। রীতিমতো কাঠগড়ায় তোলা হচ্ছিল ধনশ্রীকে। প্রতীক উতেকরের সঙ্গে তাঁর একটি ছবিকে ঘিরে। আর এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা যায় চাহালকে। যুজবেন্দ্র চাহাল ২০২০ সালের ৮ আগস্ট বাগদান করেছিলেন। দম্পতি ২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। চার বছরের মধ্যেই সুখের ঘরে ভাঙনের খবর। ডিভোর্স-চর্চায় এতদিন মুখ বন্ধই রেখেছিলেন ধনশ্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এবার ধনশ্রী লেখেন, ‘গত কয়েকটা দিন আমার পরিবার এবং আমার জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। খুবই বিরক্তিকর যে কোনো রকম ফ্যাক্ট চেকিং ছাড়াই, ভিত্তিহীন লেখা এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করা ট্রোলদের মাধ্যমে রীতমতো আমার চরিত্র হনন করা চলছে। আমি আমার নাম ও সততা গড়ে তুলতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির। অনলাইনে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া খুবই সহজ, অন্যদের উন্নতির জন্য ভাবতে বরং সাহস ও সহানুভূতি লাগে। আমি নিজের সত্যকে বেশি গুরুত্ব দিয়েছি, এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিজের মূল্যবোধ ধরে রেখে। সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, কোনোরকম আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন পড়ে না।’, ভারতীয় ক্রিকেট তারকা, তাঁর সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীর সঙ্গে সব ছবিও সরিয়ে ফেলেছেন। মঙ্গল রাতে চাহালকে মুম্বইয়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে একজন অজ্ঞাত মহিলার সঙ্গে দেখা যায়। সাদা ওভারসাইজের টি-শার্ট এবং ব্যাগি জিন্স পরা এই ক্রিকেটার এবং গাঢ় সবুজ রঙের সোয়েটশার্ট এবং কালো প্যান্ট পরা মহিলাটি, দুজনের চোখেমুখেই ছিল অস্বস্তির ছাপ। এমনকী, চাহালকে তো একটি পিলারের আড়ালে লোকানোর চেষ্টা করতে, হাত দিয়ে মুখ ঢাকতেও দেখা গিয়েছে। রহস্যময়ী নারীর পরিচয় এখনও সামনে আসেনি। শুধু জানা গিয়েছে যে, চাহাল জনপ্রিয় গেমার এবং ইউটিউবার নমন মাথুরের বিয়েতে যোগ দিতে মুম্বাইতে ছিলেন, যিনি মর্টাল নামেও পরিচিত। চাহালকে মুখ লোকাতে দেখে সন্দেহ বিশেষ করে দানা বাঁধছে

বাংলার বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে হরিয়ানা দল
আর্শ রঙ্গ, হিমাংশু রানা, দীনেশ বনা (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, অমিত রানা, অংশুল কাম্বোজ, সুমিত কুমার, অঙ্কিত কুমার (ক্যাপ্টেন), নিশান্ত সিন্ধু, আদিত্য কুমার ও পার্থ বৎসকে।

হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার বাংলা দল
সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), অভিষেক পোড়েল (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ শামি, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, সায়ন ঘোষ ও সুদীপ চট্টোপাধ্যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed