বছরের প্রথম তুষারপাত,উচ্ছ্বসিত পর্যটকের দল! বরফে আবৃত লাচেনের গাছপালা-রাস্তাঘাট

রাস্তাঘাট থেকে গাছপালা বরফের চাদরে মোড়া। প্রবল তুষারপাতের কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ। উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। তাপমাত্রা অনেকটাই কম সিকিমের লাচেনে। পূর্বাভাসে ছিলোই সম্ভাবনা।

প্রথম তুষারপাত ছোট্ট শহরে। খুশি পর্যটকরাও। মঙ্গল রাত থেকেই তুষারপাত শুরু উত্তর সিকিমের লাচেনে। তুষারপাত দেখতেই শীতের মরশুমে কলকাতা-সহ দেশের অনেক শহর থেকে পর্যটকরা ছুটে আসেন। নতুন বছরে পর্যটকদের নিরাশ করেনি এই শহর।

রাস্তাঘাট গাছপালা বরফের চাদরে ঢেকে চারদিক সাদা হয়ে উঠেছে। বরফ দেখে গাড়ি থামিয়ে উপভোগ পর্যটকদের। ছবি, ভিডিও আবার কেউ কেউ বাড়িতে থাকা প্রিয়জনকে তা ভিডিও কলে দেখান। পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা খুশি। প্রবল তুষারপাতে কিছু জায়গায় কালো বরফ তৈরি হয়েছে যা সরাতে কিছুটা সময় লাগার কথা।