January 14, 2025

রুপোয় হলমার্কিং করার নির্দেশ! বিআইএস-এর কাছে কেন্দ্রের নির্দেশ

0
silver

গয়না ব্যবসায়ী-সহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার এবং বিআইএস এর সম্ভাব্যতা বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিআইএসের ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে জানান মন্ত্রী। সোনার মতো এ বার রুপো এব‌ং তা দিয়ে তৈরি সামগ্রীতে বাধ্যতামূলক ভাবে হলমার্কিং ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে কেন্দ্র। সোমবার ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ক্রেতাদের তরফে রুপোয় হলমার্কিং-এর দাব। গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যও সেই দাবি জানিয়েছে। সেই কারণেই এ জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসকে অর্থাৎ বিআইএসকে ব্যবস্থা নিতে নির্দেশ। ইতিমধ্যেই সেই সংক্রান্ত কাজ শুরু।

ক্রেতা, গয়না ব্যবসায়ী-সহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার এবং বিআইএস এর সম্ভাব্যতা বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিআইএসের ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারির দাবি, ৩-৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালুর জন্য তৈরি। প্রায় প্রত্যেকেই এই বিষয়টিতে সম্মতি জানিয়েছেন। ছ’সংখ্যা এবং অক্ষরের কোড গয়নার বসানো নিয়েই কথা চলছে। ২০২১ সালের জুনে দেশে সোনা এবং তা দিয়ে তৈরি গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক হয়েছে। দেশের ৩৬১ জেলায় হলমার্কের ব্যবস্থা জারি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed