January 16, 2025

রাজঘাটে প্রণবের স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীর ‘উপহারে’ আপ্লুত শর্মিষ্ঠা

0
Narendra Modi

মোদি জমানায় প্রাপ্য সম্মান পাচ্ছেন প্রণব! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ধন্যবাদ জানালেন প্রণবকন্যা। রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ। নতুন বছরে বড় সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। চিঠি দিয়ে প্রণবের পরিবারকে সে কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই উপহারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন।

https://x.com/Sharmistha_GK/status/1876600049679081545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1876600049679081545%7Ctwgr%5Ebf8da4ab037dfdda9d735633ae43b63b9604314e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpranab-mukherjees-memorial-to-be-set-up-at-rashtriya-smriti-complex%2F

এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি শেয়ার করেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। ১ জানুয়ারি প্রেরিত ওই চিঠিতে কেন্দ্রের তরফে প্রণবের পরিবারকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি বাছা হয়েছে। কেন্দ্রের চিঠি পাওয়ার পর প্রণবকন্যা শর্মিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর সোশাল মিডিয়ায় মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। নরেন্দ্র মোদির প্রশস্তিও শোনা যায়। ঠিক তার পরই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের। ২০০৪ সালে প্রণববাবুর বদলে মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রণবঘনিষ্ঠরা মনে করেন, তাঁর প্রতি বঞ্চনা হয়েছে। পরে মনমোহন সিং নিজেও স্বীকার করেছেন, সে সময় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন প্রণবই। যদিও পরে প্রণববাবু রাষ্ট্রপতি হন। নরেন্দ্র মোদির সঙ্গেও সুসম্পর্ক ছিল প্রণববাবুর। ২০১৯ সালে তাঁকে ভারতরত্নও দেয় কেন্দ্র। প্রণববাবুর স্মৃতিসৌধও তৈরি করার পথে মোদি সরকার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed