বিজয় হাজারেতে হার বাংলার! প্রি-কোয়ার্টারে জিততেই হবে সুদীপদের

কিন্তু সামির দাপট সত্ত্বেও হেরে গেল বাংলা। রবিবার বিজয় হাজারেতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জিততে পারলেন না সুদীপ ঘরামিরা। টুর্নামেন্টের নকআউট পর্বে পৌঁছে গিয়েছিল বাংলা। রবিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নেমেছিল বাংলা। টসে হেরে ভেঙ্কটেশ আইয়ারদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করেন সুদীপরা। দ্বিতীয় ওভারেই আউট অভিষেক পোড়েল। সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দলে ৯২ রান তোলেন বঙ্গ অধিনায়ক। ৯৯ রান আউট হন। মিডল অর্ডার ব্যাটাররা কেউই এদিন রান পাননি। লোয়ার অর্ডারে নেমে সামি খেলেন ঝোড়ো ইনিংস।
৩৪ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন চোট সারিয়ে মাঠে ফেরা পেসার। পাঁচটি বাউন্ডারি আর ১ ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন। অষ্টম উইকেটে কৌশিক মাইতির সঙ্গে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। সবমিলিয়ে সাত উইকেটে ২৬৯ রান তোলে বাংলা। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের দরজা বন্ধই সামির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। ঝোড়ো ইনিংস খেলে নির্বাচকদের বার্তা দিলেন তারকা পেসার?
সামির ঝোড়ো ইনিংস ব্যর্থ হয়ে গেল মধ্যপ্রদেশের দাপটে। অধিনায়ক রজত পাটিদার ১৩২ রানের অপরাজিত ইনিংসের দাপটেই ২২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ। ৮ ওভারে ৪০ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন সামি। ম্যাচ হেরে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামা হল না বাংলার। ৯ জানুয়ারি প্রি-কোয়ার্টারে জিততে না পারলে বিজয় হাজারে থেকে বিদায় সুদীপদের।