January 16, 2025

সামির কামব্যাকের ম্যাচে সেঞ্চুরি সুদীপের, বিহারকে উড়িয়ে বিজয় হাজারের কোয়ার্টারে বাংলা

0
Mahammad sami

বিজয় হাজারে ট্রফির অন্য ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিদর্ভের করুণ নায়ার। বিজয় হাজারে ট্রফিতে নক আউট পর্বে বাংলা। বরোদা, কেরলের পর বিহারকে ৬ উইকেটে হারাল বাংলা। সেঞ্চুরির পাশাপাশি দারুন নেতৃত্ব দিলেন সুদীপ কুমার ঘরামি। গ্রুপ শীর্ষে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে মাঠে ফিরেই বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন মহম্মদ সামি। ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে বিহারের ইনিংসে প্রথম আঘাত হানেন তিনিই। আঁটসাঁট বোলিংএ মুকেশ কুমার, করণ লালরা ২টি করে উইকেট নেন। শেষের দিকে প্রদীপ্ত প্রামাণিকের শিকার তিনটি উইকেট। ২৩৫ রানে শেষ বিহারের ইনিংস।

জবাবে বাংলার ওপেনিং জুটিই একশোর উপর রান করে। ৫৫ রান করে ফেরেন চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা অভিষেক পোড়েল।একই ওভারে সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদারের উইকেট হারিয়ে আচমকা চাপে পড়ে যায় বাংলা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় বাংলাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ১২৮ বলে ১০৭ রানে ১৩টি চারের পাশাপাশি ১টি ছক্কাও ছিল ইনিংসে। সুমন্ত গুপ্ত ৩০ রান করেন। করণ লাল অপরাজিত থাকেন ৩৭ রানে।

বিহারকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে চলে গেল বাংলা। ৫ ম্যাচে সুদীপ ঘরামিদের পয়েন্ট ১৮। গ্রুপের অন্য ম্যাচে বরোদা মধ্যপ্রদেশের বিরুদ্ধে জেতায় গ্রুপ শীর্ষও নিশ্চিত বাংলার। যে কারণে সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেল বাংলা। অন্যদিকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করুণ নায়ারের। ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা সবচেয়ে বেশি রান করলেন বিদর্ভের ব্যাটার।‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed