সিডনিতে ভারতের নেতৃত্বে কোহলি, আহত বুমরাহ! প্রসিদ্ধ-সিরাজদের বিক্রমে ধরাশায়ী অস্ট্রেলিয়া, সিডনিতে প্রথম ইনিংসে লিড ভারতের

সিডনি টেস্টে বুমেরাং। সপ্রতিভ ভারতের বোলাররা। প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয় মাত্র ১৮৫ রানে। দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার ইনিংসকে থামিয়ে দিলেন মাত্র ১৮১ রানে। বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পেলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ রানের লিড ভারতের। বর্ডার গাভাসকর ট্রফিতে সমতা ফেরাতে হলে এই টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মার বদলে পারথ টেস্টের পর ফের নেতৃত্বে বুমরাহ। সিডনির সবুজ গালিচায় দ্বিতীয় দিনে অসি ব্যাটারদের রীতিমতো নাকানিচোবানি খাওয়ালেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ১৫ রানের মাথায় লাবুশেনকে ফিরিয়ে দেন ভারতের অধিনায়ক বুমরাহ। সিরাজ ফিরিয়ে দেন স্যাম কনস্টাস। ট্র্যাভিস হেডকে আউট করেন সিরাজ। সিরাজের সামনে মাথা তুলতে না পেরে হেড ফিরে গেলেন ৪ রানে। প্রথম ইনিংসে ৪ রানের লিড ভারতের।
চোট পেলেন জসপ্রীত বুমরাহ। খেলার মাঝেই মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হল স্ক্যান করার জন্য। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় বুমরাহকে। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়িয়ে দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে। সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তাঁর। না হলে খেলার মাঝখানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হত না। তাঁকে মাঠ ছাড়তে হওয়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছে কোহলিকে। মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয়। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তাঁর চোট স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার।
রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জলঘোলা চলছে। সিডনি টেস্টে না খেলায় জল্পনা আরও বাড়লেও হিটম্যান পরিষ্কার জানিয়ে দেন, অবসর নিয়ে কিছু ভাবছেনই না। বরং দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাটে রান নেই। ৫ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। নেতৃত্ব দিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সব জল্পনা উড়িয়ে রোহিত বলেন, রোহিত বলেন, “আমি কোথাও যাচ্ছি না। আমি একটা কথা বললে তো ৫০টা অর্থ বেরোবে। আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি এই মুহূর্তে রান পাচ্ছি না। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি ফর্মে নেই। আমাদের দরকার এমন একজন, যে রানটা করতে পারবে। আমাদের ব্যাটিং অর্ডারও সেভাবে ফর্মে নেই। আমার মাথায় একটা বিষয় খুব পরিষ্কার ছিল। কী করতে হবে নিজেই বুঝতে পারি। কোচ ও নির্বাচকদের সেটা জানাই। তারা আমাকে সমর্থন করেন। আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। দেখেছি যে, জীবন রোজ বদলায়। আমি বাস্তব নিয়ে ভাবছি। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।”