January 14, 2025

ক্রিসমাস-নববর্ষে মদ বিক্রির রেকর্ড! দুর্গাপুজোকেও ছাপিয়ে বিপুল লক্ষ্মীলাভ রাজ্যের

0
Liqire

আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, এবার হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। প্রতি উৎসবের মরশুম মানেই ‘বেয়ারা… চালাও ফোয়ারা’। আনন্দে গা ভাসাতে সুরার ফোয়ারা। তাঁদের হাত ধরে রাজ্যের আবগারি দপ্তরে বিপুল অর্থাগম হয়। তবে এবার ক্রিসমাস ও বর্ষবরণের সময়ে রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয়েছে বলে খবর আবগারি দপ্তর সূত্রে। ২০২৪ সালের দুর্গাপুজোর তুলনায় বর্ষশেষ ও বর্ষবরণে আট গুণ বেশি বিভিন্ন রকমের মদ কিনেছেন সুরাপ্রেমীরা। প্রায় হাজার কোটি টাকার মদ বিক্রি দেখে রীতিমতো উচ্ছ্বসিত আবগারি কর্তারা।

দপ্তরের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, কলকাতা-সহ সারা রাজ্যে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয়। ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর এটুকু সীমিত সময়েই রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ১০০০ কোটি টাকার! যা কিনা রেকর্ড। এবছরের দুর্গাপুজোর থেকেও বেশি মদ বিক্রি হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ ও জানুয়ারির প্রথম দুদিনে। দুর্গাপুজোর চারদিনে মোট ১২০ কোটি টাকা এসেছে আবগারি দপ্তরের কোষাগারে।

আবগারি দপ্তর সূত্রের খবর, হাজার কোটি টাকার যে মদ বিক্রি হয়েছে, সেই তালিকায় বেশিরভাগই বিদেশি মদ। যার দাম অনেকটাই বেশি। সম্প্রতি বাজেটে মদের দাম বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও সুরাপ্রেমীরা গাঁটের কড়ি খরচ করতে যে এতটুকুও কার্পণ্য করেননি। পরিসংখ্যানই তার প্রমাণ। উৎসবের সময় প্রিয় পানীয়টুকুর স্বাদ ভরপুর গ্রহণ করতে কোনও কসুর করেননি। আখেরে লাভ রাজ্য সরকারেরই। এমনিতেই আবগারি দপ্তরের দৌলতে ভাঁড়ারে মোটা অঙ্কের অর্থাগম। বছরশেষে সেই ধারাবাহিকতা বজায় রেখেই মুখের হাসি চওড়া হয়েছে বিভাগীয় কর্তাদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed