February 11, 2025

বাদ, বিশ্রাম নাকি অবসর? ইঙ্গিত ক্যাপ্টেন বুমরাহর!‌ ‘রোহিতকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দিন’, গম্ভীরের কাছে আবেদন বোর্ডের, খারিজ গৌতির

0
Boomrah

চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও একটি তারকা পতন দেখতে মানসিকভাবে প্রস্তুত নয় ভারতীয় ক্রিকেটমহল। সিডনি টেস্টে রোহিতের প্রথম একাদশে জায়গা হওয়ায় টেস্ট থেকে অবসর ঘোষণা করতে পারেন। সিডনি টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। রোহিতের বদলে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে নামেন জসপ্রীত বুমরাহ। টসের পরে টিম ইন্ডিয়ার স্টপ গ্যাপ ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ অনুরাগীদের প্রাথমিকভাবে আশ্বস্ত করেন এই ইঙ্গিত দিয়ে যে, দলের স্বার্থে রোহিত নিজেই বিশ্রাম নিয়েছেন সিডনি টেস্ট থেকে। ক্যাপ্টেনের মাহাত্ম্য কীর্তন করেন বুমরাহ। জসপ্রীত বলেন, ‘‌আমাদের ক্যাপ্টেন এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বুঝিয়েছে ও যথার্থই নেতা। এই সিদ্ধান্তই প্রমাণ করে দল কতটা এককাট্টা। এখানে ব্যক্তিস্বার্থের কোনও জায়গা নেই। দলের প্রয়োজনে যেটা সঠিক মনে হয়, সেই পদক্ষেপ নিতে পিছপা হইনা আমরা।’‌

জাতীয় নির্বাচকরা পাকাপাকিভাবে বুমরাহর হাতে টেস্ট ক্যাপ্টেন্সি তুলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে টিকে থাকতে হলে পারফর্ম করতে হবে রোহিতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটে ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ থাকছে রোহিতের সামনে। ছন্দে ফিরতে তিনি রঞ্জির আঙিনায় ফেরেন কিনা, সেটাই হবে দেখার। সাদা বলের ক্রিকেটে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়ে টেস্ট দলে ফিরতে হবে হিটম্যানকে। রোহিত ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই খুব বেশিদিন বাকি ফর্ম্যাটেও লড়াই জারি রাখবেন কিনা, সেই বিষয়েও সংশয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা আবেদন করেছিলেন রোহিত শর্মাকে সিডনিতে খেলানোর! কোচ গৌতম গম্ভীর সেই আবেদনে সাড়া দেননি। সিডনিতে রোহিতকে প্রথম একাদশে রাখেনি ভারত। তাঁকে বাদ দিয়েই খেলতে নেমেছে দল। নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। রোহিতকে বসানোর সিদ্ধান্ত খুব সম্ভবত আগেই নেওয়া হয়েছিল। বোর্ডের এক কর্তা সেটা জানতে পেরে গম্ভীরের কাছে আবেদন করেন অন্তত সিডনিতে খেলে বিদায় নিতে দেওয়া হোক রোহিতকে। কিন্তু গম্ভীর তা শোনেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পাওয়া বেশি জরুরি। সেটার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে জিততেই হবে। না হলে আর কোনও আশা থাকবে না ভারতের। সেই সঙ্গে হারাতে হবে বর্ডার-গাওস্কর ট্রফিও। রোহিত ফর্মে নেই শেষ তিনটি টেস্টে ৩১ রানের বেশি করতে পারেননি। শেষ ১৫টি ইনিংসে করেছেন ১৬৪ রান। তাঁর গড় ১০.৯৩। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে যে সিরিজ় ছিল, সেই সময় থেকেই রান নেই রোহিতের ব্যাটে। যা প্রভাব ফেলেছে রোহিতের নেতৃত্বেও। রোহিতের নেতৃত্বে শেষ ছ’টি টেস্টের একটিও জিততে পারেনি ভারত। হেরেছে পাঁচটিতে। বৃষ্টির জন্য ব্রিসবেনে পুরো খেলা হয়নি। সেটাও হারতে পারত ভারত। যে কারণে রোহিতকে সরিয়ে দেওয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed