‘বিশ্রামে’ রোহিত শর্মা, এই দলের বস্ ‘গুরু’ গম্ভীরই! সিডনি টেস্টে অধিনায়ককে ছাড়াই নামছে ভারত, নেতৃত্বে বুমরাহ
রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অন্য একটি ইংরেজি দৈনিকের দাবি, রোহিতকে বাদ দেওয়া হয়েছে। শেষ টেস্টে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মাকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নামছে ভারত। রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিতকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি। শেষ টেস্টে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়ে যায় রোহিতকে নিয়ে। টেস্টের আগের দিন সাধারণত অধিনায়ক সাংবাদিক বৈঠক করেন। কিন্তু বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। জল্পনার সেই শুরু। গম্ভীরের একটি কথাতে চর্চা আরও বৃদ্ধি পায়। সাংবাদিক বৈঠকে গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রোহিত আসেননি? কোচ বলেন “রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
রোহিত খেলবেন কি না জিজ্ঞেস করা হলেও স্পষ্ট উত্তর দেননি গম্ভীর, “এখনই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।” রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে। যা সন্দেহ আরও বৃদ্ধি করে। অধিনায়কেরই প্রথম একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হওয়া সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা যায়নি। তিন টেস্ট মিলিয়ে ৩১ রান করেন। টেস্ট থেকে অবসর নেওয়ার ব্যাপারে জল্পনা শুরু। গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল, মেলবোর্নেই কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত? সন্ধ্যাবেলায় জল্পনা সত্যি করে রোহিতের বিশ্রামের খবর প্রকাশ্যে আসতে শুরু করে।
শুক্র থেকে শুরু সিডনি টেস্ট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নয়, ‘আসল ম্যাচ’ হচ্ছে সিডনি ক্রিকেট মাঠের বাউন্ডারির বাইরে। যুযুধান প্রতিপক্ষ রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর। ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ। ক্রিকেটের অন্যতম বলশালী এবং ক্ষমতাশালী দলের দুই প্রধান পদ। বৃহস্পতিবার সিডনি টেস্টের আগের দিন কোচ গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, তিনিই এই দলের আসল ‘বস্’! অধিনায়ক বলেই রোহিত পঞ্চম টেস্টের দলে ‘অটোম্যাটিক চয়েস’ নন। কারণ, হেড কোচ বলেছেন, ‘‘আমরা কাল (শুক্রবার) ম্যাচের আগে চূড়ান্ত দল বেছে নেব।’’ প্রসঙ্গত, সিরিজে ২-১ এগিয়ে-থাকা অস্ট্রেলিয়া বৃহস্পতিবারেই সিডনি টেস্টের চূড়ান্ত একাদশ জানিয়ে দিয়েছে। বর্ডার-গাওস্কর সিরিজ়ে প্রথম থেকেই ঘটনার ঘনঘটা।
কোচ না অধিনায়ক, দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে অতীতে বহু বারই বিতর্ক হয়েছে। যে কোনও দলগত খেলাতেই এই ঘটনা বিরল নয়। কোচ এবং অধিনায়ক দু’জনেই খ্যাতনামী হলে খটাখটি লাগাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রেই কোচ দলের চালিকাশক্তি হন। আবার কিছু ক্ষেত্রে অধিনায়কের হাতে থাকে দলের ‘রিমোট কন্ট্রোল’। সিডনিতে বৃহস্পতিবার গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক যিনিই হোন, যত ওজনদারই হোন, তাঁকে টপকে কথা বলতে পারবেন না। গম্ভীরের রকমসকম দেখে অনেকে বলতে শুরু করেছেন, ‘‘বিসিসিআই বোধ হয় ভুলে গিয়েছিল, উনি এর ঠিক আগেই লোকসভার সাংসদ ছিলেন।’’
শেষ টেস্টের ২৪ ঘণ্টা আগে ধাক্কা ভারতীয় দলে, চোটের জন্য বাদ বাংলার পেসার আকাশ দীপ।
দেয়ার আর সাম অনেস্ট ওয়ার্ডস, অল আই ক্যান সে। সততা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত যদি আপনি উঁচুতে উঠতে চান। একটা কথা পরিষ্কার করে দিতে চাই। যত দিন সাজঘরে সৎ মানুষেরা রয়েছে, তত দিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যে কোনও পালাবদলের (ট্রানজিশন) ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ।” গম্ভীরের ‘অনেস্টি’ শব্দপ্রয়োগের একাধিক ব্যাখ্যাও শুরু হয়েছে। সিডনি টেস্টের আগের দিন অনুশীলনে অচেনা রোহিত, বাদ পড়বেন জেনেই কি নিষ্পৃহ?