হ্যাপি নিউ ইয়ার ২০২৫! বিশ্বজুড়ে বর্ষণবরণের উৎসব, ২০২৫ সালকে সাদরে বরণ সিডনি থেকে দুবাই, রাশিয়া থেকে সিঙ্গাপুর
বিশ্বে ২০২৫ কে প্রথম স্বাগত নিউজিল্যান্ডের অকল্যান্ডের। রাশিয়ার দোনস্তেকের ছবিটিও কাড়ছে নজর। ২০২৫ এর নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব জুড়ে তোড়জোড়। বহু দেশে নব বর্ষ-বরণ। জাকার্তার বর্ষবরণে আবেগ ও আনন্দে গা ভাসিয়েছেন অনেকেই। গোটা দেশ এই মুহূর্তে বর্ষবরণের আনন্দে রয়েছে। সঙ্গে গা ভাসিয়েছে জাকার্তাও। বুর্জ খালিফার। নতুন বছরকে স্বাগত জানাল দুবাইও। আলোর রোশনাইতে ভরে উদযাপিত হল সেখানে বর্ষবরণের উৎসব।
বর্ষবরণের উৎসবে পিছিয়ে নেই সিঙ্গাপুরও। সিঙ্গাপুরের মেরিনা বেতে উদযাপিত হল নিউ ইয়ারের অনুষ্ঠান। বহু মানুষের ভিড়ের মাঝে এই আয়োজন কেড়েছে নজর। আতশ বাজির রোশনাইতে মেতে উঠেছে সেখানের নানান এলাকা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায়ও বর্ষবরণের উদযাপনে মেতে ওঠে। সিডনি বারবার ব্রিজ ও সিডনি অপেরার সামনের এই আতশ বাজির দৃশ্য ও সিঙ্গাপুরের মেরিনা বে-র এই ছবি নজর কাড়ছে। নববর্ষ উদযাপনের প্রস্তুতিতে জাপানও। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। জাপানের টোকিও মেট্রোপলিটন সরকারি বিল্ডিং আলোর রোশনাইতে সাজানো হয়। মায়ানগনী মুম্বই বর্ষবরণের রাতে পার্টির মেজাজে। মুম্বই জুড়ে নানান জায়গায় বর্ষবরণের আনন্দে মেতেছেন মানুষ।