February 11, 2025

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা স্বস্তিতে, কেরলের বিরুদ্ধে বাংলাকে জেতালেন প্রদীপ্ত-সায়ন

0
Bengal

হায়দরাবাদে কেরলের বিরুদ্ধে বাংলা জেতে ২৪ রানে। জয়ের কাণ্ডারি প্রদীপ্ত প্রামাণিক ও সায়ন ঘোষ। কেরলের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও জয় বাংলার। বিজয় হজারে ট্রফিতে পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকলেন সুদীপ কুমার ঘরামি-রা। কেরলের পেস বিভাগের সামনে শুরুতেই ব্যাটিং বিভাগের তছনছ যায় বাংলার। ১০১ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যান সুদীপরা। চার রান করেন অধিনায়ক। আট রান অভিষেক পোড়েলের। ৯ রানে আউট হন অনুষ্টুপ মজুমদার। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩২ রান করেন কণিষ্ক শেঠ। দলের বিপর্যয় রুখে দাঁড়ানো প্রদীপ্ত প্রামাণিক ৮২ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মারেন তিনটি চার ও পাঁচটি ছক্কা। ২৭ রান করেন কৌশিক মাইতিও। ২৪ রান সুমন্ত গুপ্তের সৌজন্যে কেরলকে ২০৭ রানের লক্ষ্য দেয় বাংলা।

জবাবে তিন উইকেটে ৯৪ রান করে ফেলেছিল কেরল। ৭.৫ ওভার বল করে ৩৩ রানে পাঁচ উইকেট নেন সায়ন। দু’টি করে উইকেট মুকেশ কুমার ও কৌশিক মাইতির। এক উইকেট প্রদীপ্তের। দুরন্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় প্রদীপ্তকেই। ম্যাচের সেরা প্রদীপ্ত বলছিলেন, ‘‘আমি ব্যাট করতে যাওয়ার পরে ভাবছিলাম দলকে কী ভাবে এই জায়গা থেকে বার করব। রান না করলে এই ম্যাচ জেতা যেত না। তাই ঝুঁকিপূর্ণ শট খেলিনি। মারার বলই মেরেছি। চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত থাকার। যাতে শেষ ১০-১২ বলে কয়েকটা ছক্কা হাঁকাতে পারি। ইনিংসের শুরুতে দু’টি ছক্কা মেরেছি। স্লগ ওভারে মারলাম তিনটি ছয়। সায়ন অসাধারণ বল করেছে। এই ম্যাচ জেতার নেপথ্যে আমার যতটা অবদান আছে, ঠিক ততটাই আছে সায়নের।’’ স্বস্তি পেয়ে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়, ‘‘অসাধারণ খেলল ছেলেরা। সকালের দিকে পিচে এতটা আর্দ্রতা ছিল যে কেউ দাঁড়াতেই পারেনি। ব্যাটে প্রদীপ্ত ও বোলিংয়ে সায়ন নিজেদের প্রমাণ করল।’’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed