রক্তদান উৎসবের কাণ্ডারি দেবাংশু, প্রচুর জনসমাগমে জমজমাট মহতি উদ্যোগ

ভারতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয় রক্তের অভাবে! এটি ঘটে কারণ মানুষের রক্তের কোন বিকল্প নেই। রোগীরা প্রায়শই ভোগেন কারণ তাদের নিরাপদ রক্ত সঞ্চালনের অ্যাক্সেস নেই। রক্ত দান হল সবচেয়ে বড় উপহার যা অভাবী কাউকে দেওয়া যায়। মহৎ অঙ্গভঙ্গি সাহায্য করতে পারে অনেক ব্যক্তি যারা প্রয়োজন আছে বাঁচাতে। মানুষকে অনুপ্রাণিত করতে এবং স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানাতে তৎপর হাওড়া মিউনিসিপ্যাল কর্পেরেশেনের ভাইস চেয়াররম্যান দেবাংশু দাস একটি অনুষ্ঠানের আয়োজন করেন।

স্যার কার্ল ল্যান্ডস্টিয়েনার। অস্ট্রিয়ান আমেরিকান বিজ্ঞানী প্রথম ইমিউনোলজিস্ট যিনি মানবজাতির জন্য একটি আধুনিক রক্ত সঞ্চালন ব্যবস্থা তৈরি করেছিলেন। স্যার রিচার্ড লোয়ার দ্বারা প্রথম রক্ত সঞ্চালন ব্যবস্থা পাওয়া যায়। তিনিই প্রথম ব্যক্তি যিনি দুটি কুকুরের উপর রক্ত সঞ্চালন কার্যকর করেছিলেন এবং পোষা প্রাণীর উপর খারাপ প্রভাব ছাড়াই একটি ইতিবাচক ফলাফল উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। প্রতিটি সুস্থ ব্যক্তি রক্তদান করতে পারেন। মানুষের শরীরে গড়ে ৪-৬ লিটার রক্ত থাকে। তাই একজন সুস্থ মানুষের পর্যাপ্ত রক্ত থাকে যা সে দান করতে পারে। তবে রক্তদানের কিছু শর্ত রয়েছে। পর্যাপ্ত হিমোগ্লোবিন, প্লেটলেট এবং স্বাস্থ্যকর দৈহিক ওজন (৪৫ কেজি), বয়স ১৮-৬৫ বছরের মধ্যে হলে বাধা ছাড়াই রক্ত দিতে পারেন। কয়েকটি রোগে আক্রান্ত ব্যক্তিকে রক্তদানের অনুমতি দেওয়া হয় না। ব্লাড ক্যান্সার, ডায়াবেটিস, করোনারি ধমনী রোগ, এইডস, হেপাটাইটিস বি বা সি, জ্বর।

হাওড়ায় পার্থ সারথি দাস স্মৃতি রক্ষা কমিটির আয়েজনে রক্তদান উৎসবের আয়েজন। প্রচর মানু্ষ রক্তদান করতে এগিয়ে আসেন দেবাংশু দাসের ডাকে। ২০২৪ এর ডিসেম্বরের রবিবাসরীয় সকাল থেকেই নানান অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের আয়োজনে উৎসব প্রাঙ্গন হয়ে ওঠে জমজমাট।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্ত্তী, সাংসদ ফুটবলার প্রসূন ব্যানার্জ্জী, হাওড়ার নগরপাল প্রবীন ত্রিপাঠি সহ বিশিষ্ট জনেরা। প্রতি বছরই এই রক্তদান উৎসব হয়ে ওঠে সকল স্তরের মানুষের মিলনক্ষেত্র।