January 14, 2025

গুণী বাবা-মায়ের তিন গুণী সন্তান! মনমোহন সিংয়ের কন্যারা কে কী করেন?

0
Monmohon Singh

প্রয়াত ড. মনমোহন সিংয়ের তিন মেয়ে। শনিবার ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে একসঙ্গে পরস্পরের পাশাপাশি দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কাউর এবং তাঁর তিন কন্যা উপীন্দর সিং, দমন সিং এবং অমৃত সিংকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। দিল্লির নিগম বোধ ঘাটে পালিত হয় শেষকৃত্যের যাবতীয় রীতি ও আচার অনুষ্ঠান। বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় সরকারের আরও অনেক প্রতিনিধি। মনমোহন সিং রাজনৈতিক দলের সদস্য ছিলেন, সেই কংগ্রেসের পক্ষ থেকে আগাগোড়া সিং পরিবারের সদস্যদের পাশে থেকেছেন মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী-সহ অন্যরা।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কাউর এবং তাঁর তিন কন্যা উপীন্দর সিং, দমন সিং এবং অমৃত সিংদের পরিচয় দেওয়া যাক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্ধাঙ্গিনী গুরশরণ কউর নিজেও একজন গুণী মানুষ। তিনি একাধারে একজন অধ্যাপিকা, লেখিকা এবং কীর্তন গায়িকা। মনমোহন সিং ও গুরশরণ কউরের তিন কন্যাও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

মনমোহন সিংয়ের বড় মেয়ে উপীন্দর সিং একজন স্বনামধন্য ঐতিহাসিক এবং অশোক বিশ্ববিদ্যালয়ের ‘ডিন অফ ফ্যাকাল্টি’। ভারতীয় ইতিহাস নিয়ে একাধিক বই লিখেছেন, যা সংশ্লিষ্ট সমস্ত মহলেই সমাদৃত হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য হল – আ হিস্ট্রি অফ এনসিয়েন্ট অ্য়ান্ড আর্লি মিডিভ্যাল ইন্ডিয়া, দ্য আইডিয়া অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ইত্যাদি। ২০০৯ সালে সমাজ বিজ্ঞানে লক্ষ্যণীয় সাফল্যের জন্য ইনফোসিস প্রাইজ দেওয়া হয়। তাঁর স্বামী বিখ্যাত লেখক বিজয় তনখা। প্রাচীন গ্রীক দর্শন নিয়ে তাঁর লেখা বহু বই রয়েছে। যা পাঠকদের হৃদয় জয় করেছে।

মনমোহন সিংয়ের মেজ মেয়ে দমন সিং একজন প্রখ্যাত লেখিকা। তাঁর লেখা একাধিক বই গুণীজনদের ও পাঠকের প্রশংসা কুড়িয়েছে। অন্যতম লেখনী ‘স্ট্রিক্টলি পার্সোনাল’। যা আদতে তাঁর বাবা-মায়েরই জীবনী। এছাড়াও, বিভিন্ন ধরনের সামাজিক বিষয় নিয়েও দমন লেখালিখি করেছেন। যার মধ্যে অন্যতম হল বন সংরক্ষণ। দমনের স্বামী অশোক পট্টনায়েক একজন আইপিএস আধিকারিক এবং ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (ন্যাটগ্রিড)-এর প্রাক্তন সিইও।

মনমোহন সিংয়ের ছোট মেয়ে অমৃত সিং একজন মানবাধিকার আইনজীবী। ভারতে থাকেন না। থাকেন আমেরিকায়। তিনি স্ট্যানফোর্ড ল-স্কুলের একজন অধ্যাপিকাও। ইয়েল ল-স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং সেখানকার ডিগ্রি অর্জন করে পেশায় নিযুক্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed