ভারতের জয়ের স্বপ্ন এখন অলীক! ব্রিসবেনের সুখস্মৃতি ভরসা রোহিতদের? জিততে ভারতকে ভাঙতে হবে ৯৬ বছর পুরনো রেকর্ড!
![India](https://rknewz.com/wp-content/uploads/2024/12/3a-3.jpg)
অস্ট্রেলিয়া: ৪৭৪, ২২৮-৯ (লাবুশানে ৭০, লিওঁ ৪১, বুমরাহ ৪-৫৬)
ভারত: ৩৬৯ (নীতীশ ১১৪, ওয়াশিংটন ৫০)
অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে।
মেলবোর্নে সর্বোচ্চ কত রান তাড়া করে জয়ের নজির আছে? মেলবোর্ন টেস্টে ক্রমশ চাপ বাড়ছে ভারতের। শেষ উইকেটে অস্ট্রেলিয়া জুড়ল ৫৫ রান। এখনও অলআউট হয়নি। চতুর্থ দিনের শেষে লিড ৩৩৩ রানের। পঞ্চম দিনে রান? বিরাট রান তাড়া করে কি জিততে পারবে ভারত? পিছিয়ে যেতে হবে ৯৬ বছর। ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর মেলবোর্নে ৩৩২ রান তাড়া করেছিল ইংল্যান্ড। এটাই এমসিজি-তে রান তাড়া করে জেতার সবচেয়ে বড় নজির। এরপর ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকা এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৭ রান তাড়া করে জিতেছিল। মেলবোর্নে এখনও ৩৪ বার রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। তার মধ্যে ইংল্যান্ডের দখলে আছে ৮টি। অস্ট্রেলিয়া জিতেছে ২১বার।শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যত রানের লক্ষ্যই রাখুক না কেন, ভারত যদি তা টপকে যেতে পারে, তাহলে ইতিহাস তৈরি করবে। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে ২০২১ সালে ব্রিসবেনের সেই ম্যাচে ভারত জিতেছিল ৩ উইকেটে।
মেলবোর্নে শেষ দুই টেস্ট জিতছে ভারত। অস্ট্রেলিয়ার ‘পয়া’ ভেন্যুতে জয়ের হ্যাটট্রিক কি সম্ভব? দিনের শেষে ৩৩৩ রানে এগিয়ে অজিরা। হাতে আরও একটি উইকেট। এদিন ১০৫ রানের লিড নিয়ে খেলতে নেমে অজিরা শুরু থেকেই ব্যাকফুটে ছিল। অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে ৬ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল। লাবুশেন এবং কামিন্স পালটা লড়াই ও শেষ উইকেটের জুটি লিও এবং বোল্যান্ড জুটি বেঁধে তুললেন অপরাজিত ৫৫ রান। জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজদের স্বপ্ন এখন অলীক। দিনের শেষে ৩৩৩ রানে এগিয়ে অসিরা। হাতে আরও একটি উইকেট। প্রশ্ন, এই রান তুলে কি ম্যাচ জেতা সম্ভব? নাকি ড্রয়ের জন্য ঝাঁপানো উচিত রোহিতদের? মেলবোর্নে এর আগে শেষ ইনিংসে ৩৩২ রান তুলে জিতেছিল ইংল্যান্ড। সেটা ১৯২৮ সালে। জিততে হলে সেই ১০০ বছরের ইতিহাস নতুন করে লিখতে হবে টিম ইন্ডিয়াকে। ২০২১-এ গাব্বাতে অবশ্য ৩২৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল এই ভারতই।