কনস্টাসের স্টাম্প ছিটকে দিয়ে বুমরাহর অনুকরণে জবাব! মেলবোর্নে হারলেও টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার আশা থাকবে রোহিতদের?

কনস্টাসের স্টাম্প ছিটকে দিয়ে আঁতে ঘায়ের জবাব বুমরাহর। মেলবোর্ন টেস্টে স্যাম কনস্টাসকে প্রথম ইনিংসে লাঞ্ছনার পালটা দিলেন জসপ্রীত। মেলবোর্নের প্রথম ইনিংসে স্যাম কনস্টাস ছিলেন ভারতীয় বোলারদের কাছে নিতান্ত অপরিচিত প্রতিপক্ষ। জসপ্রীত বুমরাহর কাছে একেবারেই আনকোরা বিপক্ষ ছিলেন অভিষেককারী কনস্টাস। শক্তি-দুর্বলতা বুঝে ওঠার আগেই প্রথম ইনিংসে বুমরাহর বিরুদ্ধে আক্রমণ শানান কনস্টাস। একেবারে শুরু থেকেই স্কুপ, রিভার্স স্কুপের মতো শট খেলে বুমরাহর বিরুদ্ধে বেশ কিছু রান সংগ্রহ করে নেন স্যাম। প্রথম ইনিংসে বুমরাহর এক ওভারে ১৮ রান সংগ্রহ করেন কনস্টাস, যা আগে কোনও ব্যাটার কখনও করতে পারেননি। প্রথম ইনিংসে বুমরাহর ৩৩টি বল খেলে ৩৪ রান সংগ্রহ করেন ১৯ বছরের অসি ওপেনার। কনস্টাস প্রথম ইনিংসে ৬৫ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেন। স্যাম কনস্টাস অভিষেক টেস্ট ইনিংসে হাফ-সেঞ্চুরি করে র্শককের বিস্তর অটোগ্রাফ বিলোতে থাকেন। ফিল্ডিং করতে নেমে তিনি দর্শকদের ক্রমাগত উদ্দীপ্ত করতে থাকেন যাতে বিব্রত করতে পারেন ভারতীয় ক্রিকেটারদের। কনস্টাসের আচরণ ছিল সুপারস্টারসুলভ।
https://x.com/mufaddal_vohra/status/1873157778371682483?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1873157778371682483%7Ctwgr%5Ea2134842af449a7bb434437acf27d3ce7d38d487%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fcricket%2Fjasprit-bumrah-wins-battle-against-sam-konstas-gives-him-animated-send-off-in-2nd-inning-of-melbourne-test-watch-31735430709171.html
অন্যদিকে বিশ্বের সেরা বোলারকে কয়েকটি বাউন্ডারি মেরেই যে সাধারণ মানে নামিয়ে আনা যায় না, সেটা হাড়ে হাড়ে টের পেলেন স্যাম কনস্টাস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কনস্টাস বুঝে গেলেন কত ধানে কত চাল। জসপ্রীত বুমরাহ এবার আর মাথায় চড়ার সুযোগ দিলেন না আনকোরা ব্যাটারকে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বুমরাহর বিষাক্ত ডেলিভারি বুঝে উঠতে না পেরে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কনস্টাস। দ্বিতীয় ইনিংসের ৬.৩ ওভারে বুমরাহ ছিটকে দেন অস্ট্রেলিয়ার নবাগত ওপেনারের স্টাম্প। ১৮ বলে ৮ রান করে মাঠ ছাড়তে হয় কনস্টাসকে। ১টি চার মারেন। প্রথম ইনিংসের লাঞ্ছনা ভোলেননি বুমরাহ। তাই দ্বিতীয় ইনিংসে সুদে আসলে তা উসুল করে নেন জসপ্রীত। সচরাচর উইকেট পাওয়ার পরে দু’হাত প্রসারিত করে সাদামাটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় জসপ্রীতকে। কনস্টাসকে বোল্ড করে ঠিক অজি ওপেনারের ঢংয়েই সেলিব্রেশন বুমরাহর। কনস্টাস যেভাবে দু’হাতের ইশারায় দর্শকদের চিৎকার করার নির্দেশ দিচ্ছিলেন, বুমরাহ ঠিক একইভাবে এবার দর্শকদের চিৎকার করতে বলেন কনস্টাসের মতো করে।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট ড্র হলে বা রোহিত শর্মারা হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা থাকবে ভারতের। মেলবোর্নে জিততে না পারলে ভারতীয় দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দু’টি সিরিজ়ের ফলাফলের দিকে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও টানা তৃতীয় বার টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলতেই পারে ভারত। অস্ট্রেলিয়াকে শেষ দু’টি টেস্টে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি উঠে যাবেন রোহিতেরা। অন্য সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। মেলবোর্নে পিছিয়ে থাকা ভারতের পক্ষে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন। ভারত চতুর্থ টেস্ট ড্র করতে পারলেও আশা থাকবে রোহিতদের। মেলবোর্নে হেরে গেলেও ভারতের সুযোগ থাকবে। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্ডার-গাওস্কর সিরিজ়ের পাশাপাশি চলছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। বাকি থাকবে শুধু শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার দু’টেস্টের সিরিজ। মেলবোর্নে ড্র হলে এবং সিডনিতে সিরিজ়ের শেষ জিততে পারলে ফাইনালের দরজা খুলতে পারে ভারতের সামনে। অস্ট্রেলিয়ার সঙ্গে অন্তত একটি টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে অথবা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ় হারতে হবে পাকিস্তানের কাছে। মেলবোর্নে ভারত হেরে গেলে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়বেন রোহিতেরা। সিডনিতে জিততেই হবে ভারতীয় দলকে। তা হলে সিরিজ শেষ হবে ২-২ ফলে। তখন ভারতের ফাইনাল খেলা নির্ভর করবে শ্রীলঙ্কা এবং পাকিস্তনের উপর। অস্ট্রেলিয়াকে সিরিজ় হারতে হবে শ্রীলঙ্কার কাছে অথবা পাকিস্তানকে ২-০ ব্যবধানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আবার বর্ডার-গাওস্কর ট্রফি ১-১ ফলে শেষ হলেও সুযোগ থাকবে রোহিতদের। তখন শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ় জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অথবা দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। তবে বর্ডার-গাওস্কর ট্রফিতে হেরে গেলে ভারতের কোনও আশা থাকবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন টেম্বা বাভুমারা। দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্সেরা। তৃতীয় স্থানে আছেন রোহিতেরা। প্রথম দু’টি দল ফাইনাল খেলার সুযোগ পাবে। স্বভাবতই ভারতের কাজটা কঠিন। অসম্ভব বলে কিছু নেই।