ফের অনিশ্চিত ডার্বি! যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়?
ফের ডার্বির ভবিষ্যৎ নিয়ে জটিলতা! আয়োজক মোহনবাগানকে চিঠি দিল বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ম্যাচের মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। অনিশ্চিত ১১ জানুয়ারি যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ডার্বি।
আর জি কর কাণ্ডের জেরে ১৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বিও বাতিল হয়ে গিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট অনুমতি না দেওয়ায়। এ বার কাঁটা গঙ্গাসাগর মেলা।১১ জানুয়ারির ডার্বি ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। অথবা কেন্দ্র বদল হতে পারে। মোহনবাগান কর্তারা কেন্দ্র বদলের পক্ষে নয়। আইএসএলের সঙ্গে আলোচনার পরেই স্পষ্ট হবে ডার্বির ভবিষ্যৎ।
মোহনবাগানে অস্বস্তি দিমিত্রি পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্ট-কে নিয়েও। চোটের কারণে পাঞ্জাব এফসি ম্যাচে ছিলেন না দুই তারকা। ২ জানুয়ারি হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও খেলতে পারবেন না দিমিত্রি। গ্রেগেরও খেলার সম্ভাবনা ক্ষীণ।