নীতীশ রেড্ডির ‘পুষ্পারাজ’! অসি ভূমে আল্লুকে নিয়ে উন্মাদনা, রেকর্ডের ছড়াছড়িতে শতরান নীতীশের
নিজের ভুলেই হাতছাড়া হতে চলেছিল সেঞ্চুরি! মেলবোর্নে ১৭১ বলে শতরানের গণ্ডি পার করে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করলেন নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে সেঞ্চুরি করলেন নীতীশ কুমার রেড্ডি। ইনিংসের ১১৫তম ওভারের তৃতীয় বলে স্কট বোল্যান্ডকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন নীতীশ। ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজার উইকেট হারিয়ে চাপে থাকা ভারতকে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে মিলে খাদ থেকে তুলে ধরেন। এর আগে এই সিরিজে দু’টো ৪০-এর স্কোর ছিল। এই ইনিংসেই নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান নীতীশের। সেই ইনিংসকেই সেঞ্চুরিতে পরিণত করেন।
অস্ট্রেলিয়ায় তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেন নীতীশ রেড্ডি। সামনে শুধুমাত্র শচিন তেন্ডুলকর এবং ঋষভ পন্থ। মেলবোর্নে নীতীশ ব্যাট করতে নামেন ৮ নম্বরে। এই নম্বরে নেমে অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও নীতীশ রেড্ডি। মেলবোর্নে টেস্টের ৭ নম্বরে বা তারও পরে ব্যাট করতে নেমে আর কোনও ব্যাটার এত কম বয়সে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করেননি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে নির্ভরতা দেন নীতীশ রেড্ডি। নিজে দুর্দান্ত ব্যাট করার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অষ্টম উইকেটের জুটিতে একশোর বেশি রান যোগ করেন। নীতীশ ভাঙেন কুম্বলের ১৬ বছর আগের রেকর্ড। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে কুম্বলে ২০৫ বলে ৮৭ রান করে আউট হয়েছিলেন। সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয়র সেরা ইনিংস। সেই রেকর্ডের মালিক হলেন নীতীশ।
https://x.com/StarSportsIndia/status/1872840444520087638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1872840444520087638%7Ctwgr%5Ec7dabf719b4b30fd827ae4d7352fd20043e5a281%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fcricket%2Fbgt-2024-mcg-test-nitish-reddy-pushpa-celebration-after-scoring-maiden-half-century-amid-controversy-with-allu-arjun-31735355358754.html
বর্ডার-গাভসকর ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্ট শতরান নীতীশ কুমার রেড্ডির। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের চরিত্রের অনুকরণ। ভারতীয় ক্রিকেট ভক্তরা মাঠে ‘পুষ্পা সেলিব্রেশন’ দেখেছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নরকে। এবার অস্ট্রেলিয়ার মাঠে এবার এক ভারতীয় ক্রিকেটার দেখালেন ‘পুষ্পা সেলিব্রেশন’। বর্ডার-গাভসকর ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম টেস্ট অর্ধশতরানে পৌঁছলেন নীতীশ কুমার রেড্ডি। আর তারপরই ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের চরিত্রের মতো করে দাড়িতে হাত বোলানোর অঙ্গভঙ্গি করেন নীতীশ। সিনেমার চরিত্রের মতো সেই অঙ্গভঙ্গি করতে ডান হাত নয়, বরং ব্যবহার করেন ব্যাটের। আর তা দেখে কমেন্ট্রিতে থাকা সুনীল গাভাসকরও বলে ওঠেন – ‘পুষ্পা’।
নীতীশ রেড্ডি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে দলের হয়ে যথাযথ সম্ভব লড়াই করেছেন প্রতি ম্যাচেই। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশত রান নীতীশের। তুলনামূলক কম ঝুঁকি নিয়েই কামিন্স, স্টার্কদের বিরুদ্ধে লড়াই রেড্ডির। শর্ট বল ছেড়ে দিয়ে ‘বাজে বলের’ অপেক্ষায় থাকা রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের জুটি ভারতকে ফলো অনের গণ্ডি পার করতে সাহায্য করেছে। ম্যাচে কিছুটা হলেও ফের ফেরার একটা ক্ষীণ স্বপ্ন জেগে রোহিতদের সামনে।
ছেলের জন্যে ছেড়েছিলেন চাকরি, মাঠে বসে তাঁর শতরান দেখে আবেগে ভাসলেন বাবা। প্রায় নিজের ভুলেই সেঞ্চুরি হাতছাড়া করতে বসেছিলেন। ননস্ট্রাইকার এন্ডে তখন ৯৯ রানে দাঁড়িয়ে নীতীশ রেড্ডি। অপরদিকে প্যাট কামিন্স বল হাতে ছুটে যাচ্ছেন মহম্মদ সিরাজের দিকে। আর দর্শকদের মাঝে তখন বসে আছেন নীতীশ রেড্ডির বাবা। জোড়হাতে চোখ বন্ধ করে প্রার্থনা করে চলেছেন। পরের ওভারে স্কট বোল্যান্ডকে সামনের দিকে লং অন এলাকা দিয়ে উড়িয়ে বাউন্ডারি মারলেন নীতীশ। পার করলেন সেঞ্চুরির গণ্ডি। আর শূন্যে তখন হাত ছুঁড়লেন নীতীশের বাবা। তখন ধারাভাষ্যে থাকা এমএসকে প্রসাদ জানাচ্ছেন, নীতীশের জন্যে নিজের চাকরি ছেড়েছিলেন তাঁর বাবা। জীবনে অনেক কষ্ট করে ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছেন নীতীশের বাবা। দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটের হয়ে নীতীশের বাবার সাক্ষাৎকার নিতে যান অ্যাডাম গিলক্রিস্ট। নীতীশের বাবা আবেগে ভেসে গিলক্রিস্টকে বলেন, ‘এটা খুবই স্পেশাল। পরিবারের জন্যে খুবই বিশেষ আজকের দিন। যখন মহম্মদ সিরাজ ক্রিজে ছিলেন, তখন খুবই নার্ভাস মনে হচ্ছিল। ওঁর আইডল বিরাট কোহলি। কঠোর পরিশ্রমের কোনও বিকল্প হয় না।’ টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান করেন নীতীশ। আর সেই ইনিংসকেই সেঞ্চুরি।
৩৪৮ রানের মাথায় আউট হন ওয়াশিংটন সুন্দর। নীতীশ অপরাজিত। মেলবোর্নে অষ্টম উইকেটের জুটিতে সুন্দর ও নীতীশ যোগ করেন ১২৭ রান। নীতীশ ১৭৬ বলে ১০৫ রানে দাঁড়িয়ে আছেন ক্রিজে। স্ট্রাইকরেট ৫৯.৬৬। তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি বাউন্ডারি এবং ১টি ছক্কা।